শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’: শশী থারুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:৫৫, ১৮ নভেম্বর ২০২৫
ভারতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর। ছবি: সংগৃহীত
সোমবারের (১৭ নভেম্বর) বিবৃতিতে তিনি বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ ‘খুবই উদ্বেগজনক’ একটি ঘটনা।
গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সোমবার গত বছরের ছাত্র বিক্ষোভ চলাকালে সংঘটিত ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি বা ‘মানবতাবিরোধী অপরাধে’ তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি–বিডি)। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডাদেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল।
দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে থারুর বলেন, ‘দেশে হোক বা বিদেশে, আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডে বিশ্বাস করি না। তাই এমন রায় আমাকে বিশেষভাবে হতাশ করেছে। অনুপস্থিতিতে কারও বিচার, যেখানে অভিযুক্ত নিজের পক্ষে ব্যাখ্যা দেওয়ার সুযোগই পেলেন না- এরপরও তাকে মৃত্যুদণ্ড দেওয়া…। অন্য দেশের বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করা আমার পক্ষে ঠিক নয় ঠিকই, কিন্তু এটুকু বলতে পারি- এটি কোনোভাবেই ইতিবাচক ঘটনা নয়। এটি অত্যন্ত উদ্বেগজনক’।
ভারতের রাজধানী দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা রায়কে সরাসরি ‘রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট’ হিসেবে প্রত্যাখ্যান করেছেন। ৭৮ বছর বয়সী এই নেত্রী বলেন, ‘এটি একটি সাজানো ট্রাইব্যুনালের রায়, যেটি একটি অনির্বাচিত সরকার পরিচালিত। তাদের মৃত্যুদণ্ডের দাবি প্রমাণ করে- অন্তর্বর্তী সরকারের চরমপন্থী অংশ আমাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চায় এবং আওয়ামী লীগকেও মুছে ফেলতে চায়’।
তিনি জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি একটি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের আদালতে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। সঠিক আদালতে ন্যায়বিচার পেতে এবং অভিযোগকারীদের সামনে দাঁড়াতেও ভয় পান না তিনি।
‘আমি বারবার বলেছি- এই অভিযোগগুলো হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) উপস্থাপন করা হোক। সেখানে ন্যায়সঙ্গত প্রমাণ পরীক্ষা সম্ভব হবে’- বলেন শেখ হাসিনা।
আগামী বছরের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
