ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৪৯, ১৮ নভেম্বর ২০২৫
ভুয়া চাকরির প্রলোভনে মানবপাচার ও মুক্তিপণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা স্থগিত করেছে ইরান। আগামী ২২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে পর্যটন কিংবা ট্রানজিট— উভয় ক্ষেত্রেই ভারতীয়দের ইরানে প্রবেশের আগে ভিসা নিতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, কিছু সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ভিসা ছাড়ের সুযোগকে কাজে লাগিয়ে অসংখ্য ভারতীয়কে ভুয়া চাকরির প্রতিশ্রুতি দিয়ে ইরানে পাঠাচ্ছিল। সেখানে পৌঁছানোর পর তাঁদের অনেককেই অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উচ্চ বেতনের চাকরি, উপসাগরীয় দেশ কিংবা ইউরোপে সহজে যাওয়ার সুযোগ— এমন সব লোভনীয় প্রস্তাব দিয়ে অসহায় ও কর্মপ্রত্যাশী ভারতীয়দের ইরানে টেনে নেওয়া হয়। বাস্তবে সেখানে পৌঁছে তারা পড়ছেন মানবপাচারকারী চক্রের ফাঁদে।
অনেকে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
গত মাসেও ভারত সরকার সতর্কবার্তা জারি করেছিল— ভিসামুক্ত প্রবেশ শুধুমাত্র পর্যটনের জন্য, কখনোই কাজের উদ্দেশ্যে নয়। কিন্তু চক্রগুলো নিয়ম ভেঙে কর্মপ্রত্যাশীদের ফাঁদে ফেলতে থাকায় অবশেষে এ ব্যবস্থাই স্থগিত করতে বাধ্য হলো তেহরান।
২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ইরান ভারতসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য সীমিত সময়ের ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করেছিল। সেই ব্যবস্থায় ভারতীয়রা ছয় মাসে একবার সর্বোচ্চ ১৫ দিনের জন্য ভিসা ছাড়াই ইরানে প্রবেশ করতে পারতেন।
তবে সাম্প্রতিক অপব্যবহারে শেষ পর্যন্ত সেই সুবিধাও বন্ধ করতে হচ্ছে।
মানবপাচারকেন্দ্রিক অপরাধ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হলেও, এতে ভারত–ইরান পর্যটন ও স্বল্পমেয়াদি ভ্রমণ সাময়িকভাবে বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
