শ্রীলঙ্কায় নিউজিল্যান্ডের নারী পর্যটককে যৌন হেনস্থা: যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:৪৫, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৪৭, ১৮ নভেম্বর ২০২৫
শ্রীলঙ্কা সফরের সময় ২৩ বছর বয়সী এই যুবকের হাতে যৌনহয়রানির শিকার হন নিউজিল্যান্ডের এক নারী পর্যটক। ছবি: দ্য ফ্রি প্রেস জার্নাল
শ্রীলঙ্কায় ভ্রমণে এসে যৌন হেনস্তার শিকার হয়েছেন নিউজিল্যান্ডের এক সলো নারী পর্যটক। স্থানীয় একজন স্কুটারচালক যুবকের হাতে ঘটে এই হয়রানির ঘটনা। বিষয়টি তিনি নিজেই একটি ভিডিও বার্তায় বর্ণনা করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে ভিডিওর সূত্র ধরে ২৩ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশ।
নারী পর্যটক জানান, ভ্রমণের চতুর্থ দিন ভোরে সূর্যোদয়ের সঙ্গে সাঁতার কাটার মাধ্যমে তার দিনটি শুরু হয়েছিল দারুণভাবে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই আনন্দের দিন দুঃস্বপ্নে পরিণত হয়। তিনি স্কুটার চালিয়ে যাওয়ার সময় একটি স্থানীয় স্কুটারচালক তাকে বারবার অনুসরণ করতে থাকে। প্রথমে বিষয়টি হালকাভাবে নিলেও পরে পরিস্থিতি ভয়ংকর রূপ নেয়।
ভিডিওতে তিনি বলেন, পথের সামনে থাকা একজন স্কুটারচালক বারবার ধীরে চলছিলেন। তাকে অতিক্রম করার পর সেই যুবক দ্রুতগতিতে আবার সামনে চলে গিয়ে তাকে পিছু নেন। প্রথমে বন্ধুসুলভ মনে হলেও কিছুক্ষণ পরেই তার আচরণ সন্দেহজনক হয়ে ওঠে।
পর্যটক বলেন, ‘আমি রাস্তার পাশে দাঁড়িয়ে পানি খাচ্ছিলাম। তখনই সে আবার হাজির হয়। ভাষা আলাদা হলেও সে বন্ধুভাবাপন্ন মনে হচ্ছিল। তাই আমি কথা বলতে দিই। কিন্তু কিছুক্ষণ পর সে আমার থাকার জায়গা জানতে চায়। বুঝতে পারলাম পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।’
পরবর্তী অংশে ভিডিওতে দেখা যায়, যুবকটি তাকে যৌন সম্পর্কের প্রস্তাব দেয় এবং ‘না’ বলার পরও অশ্লীল আচরণ করে। এমনকি নিজের শরীরের অঙ্গও প্রকাশ করে। ভয়ার্ত অবস্থায় স্কুটার চালিয়ে দ্রুত সরে যেতে দেখা যায় ওই নারী পর্যটককে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছিলাম না সে আমাকে এমন প্রশ্ন করছে। আমি ‘না’ বলার পরও সে আমার সামনে অশ্লীল আচরণ শুরু করে। এমন পরিস্থিতিতে শক্ত হয়ে দাঁড়ানো জরুরি।’
এই ঘটনার পরও তিনি আশা করেন, একটি বিচ্ছিন্ন ঘটনা যেন তার ভ্রমণ নষ্ট না করে দেয়। ইনস্টাগ্রাম ক্যাপশনে তিনি লেখেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। শ্রীলঙ্কাকে এই ঘটনা দিয়ে বিচার করা উচিত নয়। এই দেশ এখনো সুন্দর, বন্ধুসুলভ।’
ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ২৩ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করে। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ এ ঘটনার নিন্দা জানিয়ে পর্যটকদের নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়েছে।
সূত্র: এনডিটিভি
