গাজায় চিকিৎসা-বঞ্চনায় ৯ শতাধিক ফিলিস্তিনির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৩৯, ১৮ নভেম্বর ২০২৫
অবরুদ্ধ গাজায় চিকিৎসা-বঞ্চনা এখন মৃত্যুঝুঁকির এক নির্মম বাস্তবতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে না পারায় ইতোমধ্যে ৯ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। জটিল রোগে আক্রান্ত ও মারাত্মক আহত হাজার হাজার মানুষের জীবন এখন ঝুলে আছে অনুমতির অপেক্ষায়।
লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদিনের তথ্য মতে, গাজার বাইরে যাওয়ার অনুমতি পেতে ইসরায়েলি প্রশাসনিক জটিলতা, কঠোর ভ্রমণ-নিয়ন্ত্রণ ও দীর্ঘসূত্রতা রোগীদের জন্য কার্যত মৃত্যুদণ্ডে পরিণত হয়েছে। ডব্লিউএইচও সতর্ক করে বলছে, চিকিৎসা পাওয়ার অপেক্ষায় যেসব মানুষ আছেন, তাদের অনেকেই জরুরি চিকিৎসা ছাড়া বাঁচবেন না।
ডব্লিউএইচওর হিসাবে, বর্তমানে ১৬ হাজার ৫০০-এর বেশি মানুষ গাজা ত্যাগের অনুমতির অপেক্ষায় আছেন। এর মধ্যে ৪ হাজার শিশু, যাদের দ্রুত বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন। সংস্থাটি বলছে—ইসরায়েলের যেকোনো বিলম্ব, অনুমতি না দেয়া বা অপ্রয়োজনীয় বাধা “এসব রোগীর জন্য সরাসরি মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে”।
গাজার বাইরে পরিস্থিতি একইভাবে ভয়াবহ। ইসরায়েলি মানবাধিকার সংগঠন ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস–ইসরায়েল’ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি মারা গেছেন।
সংগঠনটি ফরেনসিক রিপোর্ট, আইনজীবী, অধিকারকর্মী, পরিবারের সদস্যসহ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে।
তাদের দাবি—ইসরায়েল কেবল যুদ্ধের প্রথম আট মাসের সীমিত তথ্য দিয়েছে, এবং প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হওয়ার সম্ভাবনা প্রবল; গাজায় শত শত মানুষ এখনও নিখোঁজ, যাদের অনেকেই হয়তো ইসরায়েলি হেফাজতেই প্রাণ হারিয়েছেন।
