মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

গাজায় চিকিৎসা-বঞ্চনায় ৯ শতাধিক ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:৩৯, ১৮ নভেম্বর ২০২৫

গাজায় চিকিৎসা-বঞ্চনায় ৯ শতাধিক ফিলিস্তিনির মৃত্যু

অবরুদ্ধ গাজায় চিকিৎসা-বঞ্চনা এখন মৃত্যুঝুঁকির এক নির্মম বাস্তবতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে না পারায় ইতোমধ্যে ৯ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। জটিল রোগে আক্রান্ত ও মারাত্মক আহত হাজার হাজার মানুষের জীবন এখন ঝুলে আছে অনুমতির অপেক্ষায়।

লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদিনের তথ্য মতে, গাজার বাইরে যাওয়ার অনুমতি পেতে ইসরায়েলি প্রশাসনিক জটিলতা, কঠোর ভ্রমণ-নিয়ন্ত্রণ ও দীর্ঘসূত্রতা রোগীদের জন্য কার্যত মৃত্যুদণ্ডে পরিণত হয়েছে। ডব্লিউএইচও সতর্ক করে বলছে, চিকিৎসা পাওয়ার অপেক্ষায় যেসব মানুষ আছেন, তাদের অনেকেই জরুরি চিকিৎসা ছাড়া বাঁচবেন না।

ডব্লিউএইচওর হিসাবে, বর্তমানে ১৬ হাজার ৫০০-এর বেশি মানুষ গাজা ত্যাগের অনুমতির অপেক্ষায় আছেন। এর মধ্যে ৪ হাজার শিশু, যাদের দ্রুত বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন। সংস্থাটি বলছে—ইসরায়েলের যেকোনো বিলম্ব, অনুমতি না দেয়া বা অপ্রয়োজনীয় বাধা “এসব রোগীর জন্য সরাসরি মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে”।

গাজার বাইরে পরিস্থিতি একইভাবে ভয়াবহ। ইসরায়েলি মানবাধিকার সংগঠন ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস–ইসরায়েল’ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি মারা গেছেন।

সংগঠনটি ফরেনসিক রিপোর্ট, আইনজীবী, অধিকারকর্মী, পরিবারের সদস্যসহ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে।

তাদের দাবি—ইসরায়েল কেবল যুদ্ধের প্রথম আট মাসের সীমিত তথ্য দিয়েছে, এবং প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হওয়ার সম্ভাবনা প্রবল; গাজায় শত শত মানুষ এখনও নিখোঁজ, যাদের অনেকেই হয়তো ইসরায়েলি হেফাজতেই প্রাণ হারিয়েছেন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি : ভবিষ্য তহবিল বাধ্যতামূলক
হাসিনা-কামালকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না: ড. ইউনূস
বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক
পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদ খতম করবে ‘ধুরন্ধর’ রণবীর
রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে উদ্যোগ: সালেহউদ্দিন
মাত্র ৩৪ বছরে ‘ভয়েস অফ উড়িশা ২’ বিজয়ী হুমানির মৃত্যু
বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান
রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামো তৈরি করে দেবে সরকার
অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কত সম্পদ শেখ হাসিনার
আদনান আল রাজীবের নতুন বিজ্ঞাপনে শাকিব খান
চূড়ান্ত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার
ধানমন্ডি ৩২ থেকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হলো