খাসোগি হত্যার বিষয়ে যা বললেন ট্রাম্প ও সৌদি যুবরাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:০১, ১৯ নভেম্বর ২০২৫
ফাইল ছবি
ওয়াশিংটনে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে নিহত সৌদি সাংবাদিক জামাল খাসোগির প্রসঙ্গ তুলতেই চড়া প্রতিক্রিয়া দেখান।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন—খাসোগি ছিলেন ‘অত্যন্ত বিতর্কিত’ ব্যক্তি এবং তার নাম উল্লেখ করা অতিথিকে বিব্রত করার শামিল।
ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,“আপনি এমন একজনের কথা বলছেন যিনি অত্যন্ত বিতর্কিত ছিলেন। অনেকেই তাকে পছন্দ করতেন না। আপনি তাকে পছন্দ করুন বা না করুন, পৃথিবীতে অনেক কিছুই ঘটে থাকে।”
তিনি আরও দাবি করেন, সিআইএ মূল্যায়ন ভিন্ন কথা বললেও যুবরাজ এমবিএস খাসোগি হত্যায় ‘কিছুই জানতেন না’।
ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন—“তিনি (যুবরাজ) এ বিষয়ে কিছু জানতেন না। এটাই শেষ কথা। আমাদের অতিথিকে এমন প্রশ্ন করে বিব্রত করার প্রয়োজন নেই।”
সিএনএন জানায়, প্রশ্নের জবাবে যুবরাজ মুহাম্মদ বিন সালমান বলেন,“এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। কোনো আইনি ভিত্তি ছাড়া বা অর্থহীনভাবে কারও জীবন হারানো দুঃখজনক। আমরা তদন্তের সঠিক পদক্ষেপ নিয়েছি এবং এমন ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সবকিছু করছি।”
## প্রথম ওয়াশিংটন সফর পাঁচ বছর পর
২০১৮ সালের হত্যাকাণ্ডের পর এই প্রথম যুবরাজের ওয়াশিংটন সফর। উল্লেখ্য, তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর আর বেরিয়ে আসেননি ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাসোগি। পরে তার হত্যাকাণ্ডে সৌদি নিরাপত্তা দলের সংশ্লিষ্টতার প্রমাণ উঠে আসে।
## সিআইএ মূল্যায়ন: সরাসরি অনুমোদন যুবরাজের
২০২১ সালে প্রকাশিত মার্কিন সিআইএ-এর মূল্যায়নে পরিষ্কার বলা হয়—“সৌদি আরবের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু যুবরাজ নিজেই। তার ব্যক্তিগত নিরাপত্তা দলের সদস্য এবং ঘনিষ্ঠ উপদেষ্টা এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। বিদেশে সমালোচকদের নিরব করতে সহিংসতার ব্যবহারকে যুবরাজ সমর্থন করতেন।”
