বিচারকদের নিরাপত্তা ব্যবস্থার প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৮, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ০২:৫৩, ১৯ নভেম্বর ২০২৫
হাইকোর্ট। ফাইল ছবি
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের বিচারকদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দীন আহমেদের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেয়।
আদালত রেজিস্ট্রার জেনারেলকে একটি কমিটি গঠন করে সুপ্রিম কোর্টসহ সব দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে কর্মরত বিচারক, তাদের এজলাস ও সরকারি বাসভবনের নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
হাইকোর্ট জানতে চেয়েছে— বিচারকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নিরাপত্তা ব্যবস্থায় কী ধরনের ঘাটতি রয়েছে।
রিটটি করেছিলেন অ্যাডভোকেট মো. মেহেদী হাসান। আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মো. ওমর ফারুক ও অ্যাডভোকেট মোকাদ্দাস আহমদ।
ওমর ফারুক জানান, বিচার বিভাগ দেশের গুরুত্বপূর্ণ অঙ্গ। বিচারকরা নিরাপত্তাহীন হলে বিচারব্যবস্থাই ঝুঁকির মুখে পড়ে। এই অবস্থায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আদালতের হস্তক্ষেপ প্রয়োজন ছিল।
রাজশাহীতে সম্প্রতি মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার স্কুল–পড়ুয়া ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিচারকের স্ত্রী আহত হন। এ ঘটনাকে বিচারকদের নিরাপত্তা দুর্বলতার বড় উদাহরণ হিসেবে তুলে ধরা হয় রিট আবেদনে।
