প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেডের ‘দায়’ শিক্ষক নেতাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১১, ১৯ নভেম্বর ২০২৫
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: সমাজকাল
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনের সময় পুলিশের সাউন্ড গ্রেনেডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তবে শিক্ষকদের ওই আন্দোলনকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত করে তিনি বলেছেন, আন্দোলনরতদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান প্রয়োগ এবং লাঠিচার্জের ‘দায়’ শিক্ষক নেতাদের।
উপদেষ্টা বলেছেন, ‘যিনি মারা গেলেন, তিনি আমাদের পরিবারের সদস্য; আমরা অবশ্যই সহায়তা করব। কিন্তু এ ধরনের অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে শিক্ষকদের বিভ্রান্ত করায় দায় তাদেরই।”
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
৮ নভেম্বর শাহবাগে পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জে দেড় শতাধিক শিক্ষক আহত এবং পাঁচজন গ্রেপ্তার হন। সেখানে আহত ফাতেমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় ১৭ নভেম্বর মারা যান।
এ ব্যাপারে উপদেষ্টা দাবি করেন, “আন্দোলনকারী শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চেয়েছিলেন। তাদের কথা ছিল শহীদ মিনারে অবস্থান করবে। তারপরও তারা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেছে। পরিস্থিতি তৈরি করেছেন আন্দোলন ডাকার নেতারাই।”
সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন দাবি প্রসঙ্গে বিধান রঞ্জন বলেন, “যেখানে প্রধান শিক্ষকের দশম গ্রেড চূড়ান্ত হয়নি, সেখানে সহকারী শিক্ষকরা দশম গ্রেড চাইছেন—এটা বাস্তবসম্মত নয়।”
তিনি জানান, সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১১তম গ্রেডে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে।
এসময় উপদেষ্টা আরও বলেন, “নয়টি বড় শিক্ষক সংগঠন আমাদের সঙ্গে বৈঠক করে সন্তুষ্ট হয়েছে। তারা আন্দোলনে যায়নি। ভুঁইফোড় চারটি সংগঠন অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে।”
সম্প্রতি সংগীত ও শরীরচর্চা শিক্ষকের দুটি পদ বাতিল নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, “নীতিগতভাবে সরকার সংগীত শিক্ষাকে সমর্থন করে। ভবিষ্যতে বৃহৎ পরিসরে পদ সৃষ্টি করা প্রয়োজন—এমন সচেতনতা তৈরি হয়েছে।”
তার মতে, সংগীত শিশুর বুদ্ধিবৃত্তিক ও আবেগীয় বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিশ্বজুড়ে প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষা প্রচলিত।
