বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা 

শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেডের ‘দায়’ শিক্ষক নেতাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১১, ১৯ নভেম্বর ২০২৫

শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেডের ‘দায়’ শিক্ষক নেতাদের

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: সমাজকাল

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনের সময় পুলিশের সাউন্ড গ্রেনেডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। 

তবে শিক্ষকদের ওই আন্দোলনকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত করে তিনি বলেছেন, আন্দোলনরতদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান প্রয়োগ এবং লাঠিচার্জের ‘দায়’ শিক্ষক নেতাদের।

উপদেষ্টা বলেছেন, ‘যিনি মারা গেলেন, তিনি আমাদের পরিবারের সদস্য; আমরা অবশ্যই সহায়তা করব। কিন্তু এ ধরনের অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে শিক্ষকদের বিভ্রান্ত করায় দায় তাদেরই।”

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।  

৮ নভেম্বর শাহবাগে পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জে দেড় শতাধিক শিক্ষক আহত এবং পাঁচজন গ্রেপ্তার হন। সেখানে আহত ফাতেমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় ১৭ নভেম্বর মারা যান।

এ ব্যাপারে উপদেষ্টা দাবি করেন, “আন্দোলনকারী শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চেয়েছিলেন। তাদের কথা ছিল শহীদ মিনারে অবস্থান করবে। তারপরও তারা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেছে। পরিস্থিতি তৈরি করেছেন আন্দোলন ডাকার নেতারাই।”

সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন দাবি প্রসঙ্গে বিধান রঞ্জন বলেন, “যেখানে প্রধান শিক্ষকের দশম গ্রেড চূড়ান্ত হয়নি, সেখানে সহকারী শিক্ষকরা দশম গ্রেড চাইছেন—এটা বাস্তবসম্মত নয়।”

তিনি জানান, সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১১তম গ্রেডে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে।

এসময় উপদেষ্টা আরও বলেন, “নয়টি বড় শিক্ষক সংগঠন আমাদের সঙ্গে বৈঠক করে সন্তুষ্ট হয়েছে। তারা আন্দোলনে যায়নি। ভুঁইফোড় চারটি সংগঠন অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে।”

সম্প্রতি সংগীত ও শরীরচর্চা শিক্ষকের দুটি পদ বাতিল নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, “নীতিগতভাবে সরকার সংগীত শিক্ষাকে সমর্থন করে। ভবিষ্যতে বৃহৎ পরিসরে পদ সৃষ্টি করা প্রয়োজন—এমন সচেতনতা তৈরি হয়েছে।”

তার মতে, সংগীত শিশুর বুদ্ধিবৃত্তিক ও আবেগীয় বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিশ্বজুড়ে প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষা প্রচলিত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

১৩ দিনে ৩৩ বছরের চুক্তি, কী কারণ থাকতে পারে
২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের শোধ
সতর্কবার্তার ভিডিও দেওয়ার পরও খুন হলেন জহির
বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে হারাল বাংলাদেশ
কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মওদুদ জীবিত থাকলে হাসিনার পতন দেখতে পেতেন, জানালেন ফখরুল
ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার
প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার বিপর্যয়; এক্স-সহ বহু সাইটে হঠাৎ ডাউন
দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট