বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি পেলেই বেছে বেছে হত্যা: ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:০৫, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৩:২৩, ১৯ নভেম্বর ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি পেলেই বেছে বেছে হত্যা: ইসরায়েলি মন্ত্রী

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে অগ্রসর হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নেতাদের বেছে বেছে হত্যা এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টর-ডান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। 

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সোমবার (১৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি  এ মন্তব্য করেন। তার এই বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যে।

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি পাওয়ার সম্ভাবনায় ক্ষুব্ধ বেন-গভির। তিনি বলেন, “জাতিসংঘ যদি এই কূট রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে প্রধানমন্ত্রী, আপনার উচিত হবে পিএ–র কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার নির্দেশ দেওয়া। তারা সবদিক থেকেই সন্ত্রাসী। আর আবু মাজেনকে (মাহমুদ আব্বাস) অবশ্যই গ্রেপ্তার করতে হবে।”

মিডল ইস্ট আই–এর তথ্য অনুযায়ী, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনার উপর ভোট হওয়ার কয়েক ঘণ্টা আগে এ মন্তব্য করেন তিনি। পরিকল্পনার সর্বশেষ খসড়ায় ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা যুক্ত হওয়ায় বেন-গভির আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।

ইসরায়েলি মন্ত্রীর এই মন্তব্যকে ‘নিয়মিত উস্কানি’ বলে কঠোর নিন্দা জানায় ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্স–এ পোস্ট করা বিবৃতিতে বলা হয়, “এ ধরনের মন্তব্য শান্তির বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান প্রকাশ করে এবং আঞ্চলিক–আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।”

ফিলিস্তিন আন্তর্জাতিক সম্প্রদায়কে বেন-গভিরকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ইসরায়েল দীর্ঘদিন ধরে কঠোর বিরোধিতা করে আসছে। গত রবিবার (১৬ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেন, “যে কোনো ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে আমাদের অবস্থান অপরিবর্তিত।”

বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের স্বীকৃতিকে কেন্দ্র করে ইসরায়েলের অভ্যন্তরীণ কট্টরপন্থী অবস্থান এবং ফিলিস্তিনের তীব্র প্রতিক্রিয়া—উভয় পক্ষের বিবৃতি সংকেত দিচ্ছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

১৩ দিনে ৩৩ বছরের চুক্তি, কী কারণ থাকতে পারে
২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের শোধ
সতর্কবার্তার ভিডিও দেওয়ার পরও খুন হলেন জহির
বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে হারাল বাংলাদেশ
কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মওদুদ জীবিত থাকলে হাসিনার পতন দেখতে পেতেন, জানালেন ফখরুল
ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার
প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার বিপর্যয়; এক্স-সহ বহু সাইটে হঠাৎ ডাউন
দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট