২২ বছর পর ভারতের বিপক্ষে জয়
১৮ কোটি মানুষকে খুশি করেছি: হামজা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১:৩২, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ০২:০৮, ১৯ নভেম্বর ২০২৫
বাংলাদেশের একমাত্র গোলদাতা শেখ মোরছালিনের সঙ্গে হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত
২২ বছর পর ভারতের বিপক্ষে অবশেষে সেই কাঙ্ক্ষিত জয় পেল বাংলাদেশ। ঢাকার দর্শকঠাসা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (১৮ নভেম্বর) এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ১–০ গোলের এই জয়ে শুধু লাল-সবুজের ফুটবলই নয়, উচ্ছ্বাসে ভেসেছে গোটা দেশ।
ম্যাচশেষে বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী বলেন, “আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি। আর এই অর্জনের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না।”
বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হয়েছিল গত ২৫ মার্চ, ভারতের বিপক্ষেই। এর পাঁচ ম্যাচ পর পেলেন প্রথম পূর্ণ তিন পয়েন্টের আনন্দ। ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে এফএ কাপজয়ী এই মিডফিল্ডার জানান, দেশের হয়ে এই জয়ের অনুভূতি তার কাছে এফএ কাপ জয়ের সমান তৃপ্তিদায়ক, বরং কিছু ক্ষেত্রে আরও বেশি।
হামজা বলেন, “এটি আমার স্বপ্নগুলোর একটি স্বপ্নপূরণ। আমরা কঠোর পরিশ্রম করেছি, ত্যাগ স্বীকার করেছি—আজ আল্লাহর ইচ্ছায় ফল পেয়েছি।”
ম্যাচের শুরুতেই ১১ মিনিটে গোল করেন শেখ মোরছালিন। এরপর ভারত আক্রমণের পর আক্রমণ তুললেও গোলমুখ আর খোলা হয়নি। ভাগ্য অনুকূলে ছিল কি না—এমন প্রশ্নে হামজার সাফ জবাব, “ভাগ্য নিজেকে তৈরি করতে হয়।”
দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে এই জয় বাংলাদেশ ফুটবলে নতুন আত্মবিশ্বাসের সূচনা করেছে। হামজা চৌধুরী বলেন, “আর ২২ বছর লাগবে না। দুই বছর পরই আবার আমরা এমন কিছু করতে পারব।”
