আজ পুরো দলই ম্যাচসেরা: কাবরেরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৭, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ০২:০২, ১৯ নভেম্বর ২০২৫
সংবাদ সম্মেলনে হামজা চৌধুরীর সঙ্গে কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: বাফুফে
২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় এনে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১–০ গোলে ভারতের বিপক্ষে জয়ের পর মুখে চওড়া হাসি নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
এতদিন ফলের অভাবে সমালোচনার মুখে থাকলেও এই এক ম্যাচই বদলে দিয়েছে পুরো পরিবেশ। আর তাই প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে কাবরেরা বললেন, ‘এই জয় আমাদের মানের প্রতিফলন।’
শেখ মোরসালিনের দ্বাদশ মিনিটের গোল দলকে এনে দিয়েছে বাছাইপর্বের প্রথম জয়। আর এই জয় কোচ কাবরেরার চোখে ছিল বহুল প্রত্যাশিত। তিনি বলেন, “এই জয়ে আমি খুশি, এবং আরও বেশি খুশি এই খেলোয়াড়দের নিয়ে। আমরা এমন ফল পাওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছিলাম। ভারতকে যেকোনো সময় হারানোর ক্ষমতা আমাদের আছে।”
তিনি আরও যোগ করেন, “আমরা সাফের যেকোনো দলকে হারাতে সক্ষম—এটাই আমাদের মান।”
২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ২–১ গোলের জয়ের পর এই প্রথম ভারতকে হারাল বাংলাদেশ। ফলে দীর্ঘদিনের ব্যর্থতার বৃত্ত ভেঙে কাবরেরার দল পেল নতুন আত্মবিশ্বাস।
পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশ এখন ‘সি’ গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ভারত ২ পয়েন্ট নিয়ে তলানিতে। আগামী মার্চে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে নামবে বাংলাদেশ।
জয়ের নায়ক মোরসালিনের গোল ম্যাচে পার্থক্য গড়ে দেয়। প্রথমার্ধে লালিয়ানজুয়ালা চাংতের একটি বিপজ্জনক শট হেডে ক্লিয়ার করে বাংলাদেশকে রক্ষা করেন হামজা চৌধুরী—যা ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত।
নির্দিষ্ট কাউকে ম্যাচসেরা হিসেবে বেছে নেওয়ার প্রশ্নে কাবরেরা ছিলেন স্পষ্ট ও কৌশলী। তিনি বলেন, “আজ নির্দিষ্ট একজন নয়, পুরো দলই ম্যাচসেরা। সোহেল, ইমন, রাকিব, ফাহিম, শাকিল আহাদ তপু—যারা শিরোনামে আসে না, তারাও বেঞ্চ থেকে এসে দুর্দান্ত পারফর্ম করেছে।”
কোচের মতে, এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, বরং দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মুহূর্ত।
