জাতিসংঘের ‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রতিবেদনকে ‘ঐতিহাসিক’ ঘোষণা দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪৭, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৪৮, ১৯ নভেম্বর ২০২৫
হাইকোর্ট। ছবি: ফাইলফটো
জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়।
গত বছরের আগস্টে দেওয়া রায়ে আদালত প্রথম এই প্রতিবেদনের বৈধতা ও গুরুত্ব তুলে ধরেছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের দাখিল করা রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।
হাইকোর্টের রায়ে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনকে ‘জুলাই বিপ্লব–২০২৪’ শিরোনামে সরকারি গেজেটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত বলেছেন, আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন বাংলাদেশের ইতিহাসে একটি মূল্যায়নযোগ্য দলিল।
পূর্ণাঙ্গ রায়ে আরও বলা হয়েছে— প্রতিবেদনটি জাতীয় আর্কাইভ, সংশ্লিষ্ট সরকারি পাবলিক লাইব্রেরি, রাষ্ট্রীয় সংরক্ষণাগার— এসব জায়গায় সংরক্ষণ করতে হবে।
এ ছাড়া সরকারি ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করে জনগণের সচেতনতা বৃদ্ধি, শিক্ষা–গবেষণা ও আইনি প্রয়োজনে ব্যবহারের সুযোগ দিতে বলা হয়েছে।
আদালত মত প্রকাশ করেন—গণঅভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ এবং জাতিসংঘের যাচাইকৃত তথ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান, যা রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ অপরিহার্য।
