বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৫ অগ্রাহায়ণ ১৪৩২

আন্তর্জাতিক ব্যাংক কার্ডে কেনা যাবে বিমানের টিকিট: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২০:৫৯, ১৯ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক ব্যাংক কার্ডে কেনা যাবে বিমানের টিকিট: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ছবি: ফাইলফটো

এখন থেকে বাংলাদেশি যাত্রীরা দেশে বসেই আন্তর্জাতিক ব্যাংক কার্ড ব্যবহার করে বিদেশগামী বিমানের টিকিট কিনতে পারবেন। 

গ্রাহকদের সুবিধা বাড়ানো এবং টিকিটের প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বুধবার (১৯ নভেম্বর) এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এর আগে আন্তর্জাতিক কার্ড শুধু বিদেশ ভ্রমণের সময় খরচের জন্যই ব্যবহারের অনুমতি ছিল। 

দেশে ডিজিটাল পেমেন্ট সুবিধার সীমাবদ্ধতার কারণে অনেক যাত্রী ন্যায্য দামে টিকিট কেনার সুযোগ থেকে বঞ্চিত হতেন। নতুন নীতিমালা সেই জটিলতা দূর করতেই প্রণয়ন করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা এখন থেকে দেশে কার্যরত যে কোনো আন্তর্জাতিক এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে কিনতে পারবেন। টিকিট বিক্রির অর্থ অবশ্যই দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। এতে বৈদেশিক মুদ্রা ব্যাংকিং খাতে আনুষ্ঠানিক আয় হিসেবে যুক্ত হবে।
নতুন নিয়মে ভ্রমণ কোটার আওতায় ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনার পর সমপরিমাণ অর্থ পুনরায় কার্ডে যুক্ত (রিফিল) করার সুবিধা রাখা হয়েছে। তবে এডি ব্যাংক নিশ্চিত হওয়ার পর—যে টিকিট বিক্রির অর্থ দেশের অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থায় জমা হয়েছে—তবেই রিফিল করা যাবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এয়ারলাইনসগুলো টিকিট বিক্রির অর্থ এডি ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা রাখতে পারবে এবং নিয়ম মেনে ওই অ্যাকাউন্টের উদ্বৃত্ত অর্থ টাকায় রূপান্তর না করেই বিদেশে পাঠাতে পারবে।

এভিয়েশন সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের ফলে বাংলাদেশের টিকিটিং ব্যবস্থা আন্তর্জাতিক ডিজিটাল মানে উন্নীত হবে, দেশি-বিদেশি বিক্রয় চ্যানেলের ভাড়ার পার্থক্য কমে আসবে এবং বৈদেশিক মুদ্রা প্রবাহের ওপর ব্যাংকিং চ্যানেলের নজরদারি আরও জোরদার হবে।
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জে-লো–বেন অ্যাফ্লেককে নিয়ে ‘বেনিফার ৩.০’
১২০০ কোটি টাকার সাম্রাজ্যের পর ২ নতুন বাড়ি কিনলেন সাইফ
গণভোট আয়োজনের আগে প্রয়োজন আইন: সিইসি
শূকরের পর এবার সাংবাদিকদের বিপজ্জনক বললেন ট্রাম্প
ভারত সফরে ট্রাম্প জুনিয়র আসছেন
শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো ইইউ
দিল্লি বিস্ফোরণকে ঘিরে কাশ্মীরিদের প্রতি অবিশ্বাস
ম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক
নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার নেতানিয়াহু: মামদানি
অ্যাভেঞ্জার্স দলে স্যাডি সিঙ্ক!
গাজীপুরে আগুন, পুড়লো কলোনির ৮০ কক্ষ
পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক
নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’উদ্বোধনী শো ২৭ নভেম্বর
রোজ গার্ডেন কেনায় ‘৩৩২ কোটি টাকা ক্ষতি: অভিযোগ অনুসন্ধানে দুদক
অবৈধভাবে ও অবৈধ ফোন আনা বন্ধ করা হবে: ফয়েজ তৈয়বের কঠোর বার্তা
জোবাইরুল আরিফের নেতৃত্বে চান্দগাঁও-বোয়ালখালীতে পথযাত্রা
একমঞ্চে মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী, দেখালেন রিভিউ চিহ্ন
বিয়ে গোপন করায় তরুণী ও কাজীর কারাদণ্ড
ইন্ডাস্ট্রিতে আমার কমফোর্ট জোন আবীর— জয়ার অকপট স্বীকারোক্তি
আসুন সবাই মিলে মিশে কাজ করি: জয়নুল আবদিন