ম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক
চাকরি ডেস্ক
প্রকাশ: ২১:৪০, ১৯ নভেম্বর ২০২৫
ছবি: ফাইলফটো
বাংলাদেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি দ্য সিটি ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার’ পদে যোগ্য নারী-পুরুষ প্রার্থী নিয়োগ করবে। আগ্রহী আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসি
পদের নাম: ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা:সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে (অভিজ্ঞতা অনুযায়ী নির্ধারিত হবে)
চাকরির ধরন: ফুল-টাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়স: সর্বনিম্ন ২৫ বছর
কর্মস্থল:দেশের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সিটি ব্যাংকের নির্ধারিত লিংকের মাধ্যমে প্রোফাইল তৈরি করে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়:
২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
