পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২১:১৫, ১৯ নভেম্বর ২০২৫
পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক। ছবি: সংগৃহীত
মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম রিয়াজ হোসেন (২৪)। তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মাগুরায় এসে পাসপোর্ট করার চেষ্টা করেন।
বুধবার (১৯ নভেম্বর) মাগুরা শহরের ভিটাসাইজ এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচাই–বাছাইয়ের সময় তাকে আটক করা হয়।
আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. কামাল হোসেন খন্দকার জানান, কাগজপত্র যাচাই ও ফিঙ্গার সংগ্রহের সময় অমিল দেখা গেলে তাদের সন্দেহ হয়। পরে কথা বলতে গেলে তিনি বাংলা ভাষায় সাবলীল নন বলে নিশ্চিত হওয়া যায়। তার কাছে রোহিঙ্গা ক্যাম্পের পরিচয়পত্রও পাওয়া যায়।
এ ছাড়া মাগুরা শ্রীপুর উপজেলা থেকে তার নামে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করা হয়েছে—যা আরও প্রশ্ন সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন উপপরিচালক।
তিনি বলেন, “রোহিঙ্গা একজন যুবকের নামে কীভাবে শ্রীপুর উপজেলা থেকে জাতীয় পরিচয়পত্র তৈরি হলো—এ বিষয়ে নির্বাচন কার্যালয়ের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।”
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে—একজন দালালের মাধ্যমে পাসপোর্ট করে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে তিনি মাগুরায় এসেছিলেন।
