জে লো–বেন অ্যাফ্লেককে নিয়ে ‘বেনিফার ৩.০’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:৫২, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৪৭, ১৯ নভেম্বর ২০২৫
হলিউড তারকা জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। ছবি: সংগৃহীত
হলিউড তারকা জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক—এই দুই আইকনিক সেলিব্রিটির প্রেম-অধ্যায় যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের শোবিজ দুনিয়ায় এখন নতুন করে আলোচনায়—তাদের তৃতীয়বার সম্পর্ক জোড়া লাগানোর সম্ভাবনা। আর এজন্য এবার নাকি জোরালোভাবে চাপ দিচ্ছে দুই পক্ষেরই সন্তানরা।
২০২৫ সালের ৬ অক্টোবর নিউ ইয়র্কে তাদের যৌথ চলচ্চিত্র ‘কিস অব দ্য স্পাইডর ওমেনের’ প্রিমিয়ারে দুজনকে একসঙ্গে দেখা যায়। ছবিটির প্রযোজক বেন, আর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জে-লো। রেড কার্পেটে তাদের স্বাভাবিকের চেয়ে বেশি কাছাকাছি দেখা যাওয়ায় গুঞ্জন আরও বাড়ে।
মার্কিন ট্যাবলয়েড রাডার অনলাইনের খবর—জেনিফার লোপেজের সন্তান ম্যাক্স ও এমি (১৭) এবং বেন অ্যাফ্লেকের সন্তান ভায়োলেট (১৯), ফিন (১৬) ও স্যামুয়েল (১৩) নাকি চাইছে, তাদের বাবা-মা আবার এক হোক।
২০২৪ সালে বিচ্ছেদের পরও লোপেজ নিয়মিত যোগাযোগ রেখেছেন বেনের সন্তানদের সঙ্গে। পরিবারের প্রতি লোপেজের এই আন্তরিকতা বেনের সন্তানদের মনে আলাদা জায়গা করে নিয়েছে বলেই সূত্রের দাবি।
একজন ঘনিষ্ঠ সূত্র বলেছেন—“এতে বেনের সন্তানরা ভীষণ খুশি। তারা যেমন চায় দুই পরিবার আবার এক হোক, জে-লো–র সন্তানদেরও একই ইচ্ছা।”
গত বছর এক সাক্ষাৎকারে লোপেজ বলেছিলেন—তিনি আর অন্যের মধ্যে সুখ খুঁজছেন না, বরং নিজেই ভালো আছেন। তবে প্রিমিয়ারে বেনের সঙ্গে দেখা হওয়ার পর নাকি পুরনো অনুভূতি আবার জেগে উঠেছে।
সূত্র বলছে, “জে-লো বলেছেন, বেন এখনো আগের মতোই আকর্ষণীয় এবং অসাধারণ। তার মতে, তারা আবার একসঙ্গে হওয়ার জন্যই যেন তৈরি।”
সূত্র আরও যোগ করে—“জে-লো সবসময়ই মনে করতেন—এটা ‘কখন’ হবে, ‘হবে কি না’ নয়।”
