টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪২ হাজার ইয়াবা উদ্ধার
শহিদুল ইসলাম, উখিয়া প্রতিনিধি
প্রকাশ: ২২:৫১, ১৯ নভেম্বর ২০২৫
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪২ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪২ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কামাল উদ্দিন (৪৮)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব ডেইল পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সমাজকালকে জানান, সন্দেহজনক একটি নোয়া ভক্সি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে গাড়ির বনেটের নিচ থেকে বিশেষভাবে লুকানো ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
অভিযানে ব্যবহৃত মাইক্রোবাসসহ মাদককারবারিকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “জব্দ ইয়াবা, গাড়ি ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন,“মাদকের ভয়াল থাবা থেকে দেশ ও তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করবে।”
