গাজীপুরে আগুন, পুড়লো কলোনির ৮০ কক্ষ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১:২২, ১৯ নভেম্বর ২০২৫
গাজীপুরে আগুন, পুড়লো কলোনির ৮০ কক্ষ। ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় আগুন লেগে কলোনির প্রায় ৮০টি কক্ষ পুড়ে গেছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় টিনশেডের একটি কলোনিতে প্রথমে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরো ৩টি কলোনিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে টিনশেড কলোনির প্রায় ৮০টি কক্ষ পুড়ে গেছে।
পুড়ে গেছে বিভিন্ন ধরনের আসবাবপত্র। তবে তদন্তের পর ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
