ভারত সফরে ট্রাম্প জুনিয়র আসছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১:৫৫, ১৯ নভেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র খুব শিগগিরই ভারত সফরে আসতে পারেন। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র খুব শিগগিরই ভারত সফরে আসতে পারেন। ভারত–আমেরিকান বংশোদ্ভূত উচ্চ পর্যায়ের এক দম্পতির বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তার এই সফরের প্রস্তুতি চলছে—এমনই তথ্য জানিয়েছে এনডিটিভি।
সূত্রের বরাতে জানা যায়, বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে ২১ ও ২২ নভেম্বর। উদয়পুরের বিখ্যাত জাগ মন্দিরে অনুষ্ঠিত হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা, আর অন্যান্য আয়োজন সাজানো হবে মানেক চকে। ট্রাম্প জুনিয়র উদয়পুরের অন্যতম বিলাসবহুল হোটেল লীলা প্যালেসে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প জুনিয়রের আগমনকে সামনে রেখে মার্কিন নিরাপত্তা সংস্থার একটি দল ইতিমধ্যেই উদয়পুর ভ্রমণ করেছে। তারা অনুষ্ঠানস্থল, হোটেলসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।
এই সফর রাষ্ট্রীয় সফর নয়, তবে বিয়ের অনুষ্ঠানে ভারতের শীর্ষ পর্যায়ের রাজনীতিক, শিল্পপতি ও সেলিব্রেটিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সে কারণে রাজস্থানের স্থানীয় প্রশাসনও পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছে।
উদয়পুরকে ‘সিটি অব লেকস’ হিসেবে পরিচিত। রাজকীয় স্থাপত্য, ঐতিহাসিক প্রাসাদ, লেক ঘেরা দৃশ্য—সব মিলিয়ে ধনী ভারতীয়দের স্বপ্নের বিয়ের গন্তব্য এটি।
ট্রাম্প জুনিয়রের সফর সামনে রেখে শহরে দুই দিনের জন্য উচ্চ নিরাপত্তা ব্যবস্থা জারি থাকবে। বিশেষ করে লেক পিচোলা বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত অঞ্চলকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে।
