দিল্লি বিস্ফোরণকে ঘিরে কাশ্মীরিদের প্রতি অবিশ্বাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১:৩৯, ১৯ নভেম্বর ২০২৫
কাশ্মীরিদের বিরুদ্ধে বাড়তে থাকা অবিশ্বাস ও সন্দেহের সংস্কৃতির তীব্র সমালোচনা করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের পর পরিস্থিতি উত্তপ্ত। তদন্তে কয়েকজন সন্ত্রাসীর জড়িত থাকার ইঙ্গিত পাওয়ার পর থেকেই জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম হয়েছে। এই প্রেক্ষাপটে কাশ্মীরিদের বিরুদ্ধে বাড়তে থাকা অবিশ্বাস ও সন্দেহের সংস্কৃতির তীব্র সমালোচনা করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
বুধবার কুলগামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিল্লির বিস্ফোরণে কয়েকজনের জড়িত থাকার কারণে কাশ্মীরের সমগ্র জনগণকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। যেন পুরো কেন্দ্রশাসিত অঞ্চলই অপরাধী—এমন পরিবেশ তৈরি করা হচ্ছে।”
বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন হিসেবে তদন্তে উঠে এসেছে পুলওয়ামার বাসিন্দা ডা. উমর উন নবীর নাম। এ ঘটনার পর কাশ্মীরের সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি আরও বেড়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন,“বর্তমান পরিস্থিতিতে বাবা-মায়েরা তাদের সন্তানদের বাইরে পাঠাতে চাইবেন না। চারপাশে আমাদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। কয়েকজনের কৃতকর্মের দায় গোটা কাশ্মীরি সমাজের ওপর চাপানো হচ্ছে—এটি অত্যন্ত অপমানজনক।”
ওমর আবদুল্লাহর মতে, ভারতের অন্য প্রান্তে কোনো অপরাধের সঙ্গে দু-একজন কাশ্মীরির নাম জড়িয়ে গেলেই পুরো সম্প্রদায়কে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
তার ভাষায়—“যখন আমাদের সবাইকে অল্প কিছু লোকের কাজের সঙ্গে এক বাক্সে ঢোকানোর চেষ্টা করা হয়, তখন তা কেবল রাজনৈতিক বৈরিতা নয়, সামাজিক বৈষম্যও তৈরি করে। বাইরে বের হওয়াটাই এখন কঠিন হয়ে যাচ্ছে।”
দিল্লির বিস্ফোরণ তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরি জনগোষ্ঠীর ওপর চাপা উত্তেজনা ও বৈষম্যের অভিযোগ আরও একবার জাতীয় আলোচনায় উঠে এল মুখ্যমন্ত্রীর বক্তব্যে।
ওমর আবদুল্লাহর দাবি, অপরাধীরা বিচ্ছিন্ন; কাশ্মীরের মানুষ নয়। তাই পুরো জনগোষ্ঠীকে সন্দেহের তালিকায় ফেলা ‘অমানবিক ও রাজনৈতিকভাবে বিপজ্জনক’।
