গণভোট আয়োজনে আগে প্রয়োজন আইন: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:১১, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:২৪, ২০ নভেম্বর ২০২৫
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গণভোট (রেফারেন্ডাম) কীভাবে করানো হবে তা নির্ধারণের আগে সংশ্লিষ্ট আইন প্রণয়ন করা জরুরি। আইন থাকলেই গণভোটের প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিইসি।
সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণভোটের প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, “গণভোট কীভাবে করব না করব, তা নিয়ে আইন আগে তৈরি করতে হবে। জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদ নিজেদের সময়ে গণভোট করেছিলেন মার্শাল প্রিপারেশনের আন্ডারে। বিচারপতি সাহাবুদ্দীন আহমদ তখন আইন প্রণয়ন করেছিলেন।”
তিনি আরও বলেন, “অনেক রাজনৈতিক নেতা এই বিষয়ে প্রশ্ন করেছেন। তবে আইন থাকলেই আমরা সেই আলোকে স্পষ্টভাবে উত্তর দিতে পারব। ১৯৯১ সালের গণভোটের আইন এখনো মনে আছে। নতুন গণভোট আয়োজনের আগে আইনটি তৈরি করতে হবে।”
সিইসির এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, গণভোট আয়োজনের জন্য আইনগত ভিত্তি ও প্রক্রিয়া প্রণয়ন অগ্রাধিকারে থাকবে।
