২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস: দেশজুড়ে বিশেষ আয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪৯, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:২৯, ১৯ নভেম্বর ২০২৫
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। ছবি: সংগৃহীত
যথাযোগ্য মর্যাদা, সম্মান ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২১ নভেম্বর (শুক্রবার) সারা দেশে উদযাপিত হবে সশস্ত্র বাহিনী দিবস। দিনটি স্মরণ করা হবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সন্তানদের এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গৌরবময় ভূমিকা।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসস পৃথক পৃথক বাণী দিয়েছেন।
দিনের প্রথম প্রহরে দেশের সব সেনানিবাস, নৌবাহিনীর ঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মাধ্যমে শুরু হবে কর্মসূচি। দেশের কল্যাণ, শান্তি ও উন্নতি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হবে সেখানে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
সকালে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। তাদের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন।
এরপর তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আমিন মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন।
এ সময় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ ও প্রতিরক্ষা–মহলসহ সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান বিচারপতি, প্রাক্তন রাষ্ট্রপতি, বিদেশি রাষ্ট্রদূত, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, সেনা শহীদদের উত্তরাধিকারী, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, শিক্ষাবিদসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে।
সারা দেশে বিশেষ আয়োজন
ঢাকা ছাড়াও বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, যশোর, রংপুর ও খুলনা সেনানিবাসে বিভিন্ন সংবর্ধনা ও আনুষ্ঠানিকতা পালিত হবে।
নৌবাহিনীর বিশেষভাবে সাজানো জাহাজ ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামের ঘাটে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।
বিশেষ সম্প্রচার ও ক্রোড়পত্র
সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ২০ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদ শেষে ‘বিশেষ অনির্বাণ’ প্রচার করবে।
বাংলাদেশ বেতার ২১ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার করবে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান।
এছাড়া জাতীয় দৈনিকগুলোতে দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে।
সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে।
