গাজীপুরে কয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৫:১৬, ১৯ নভেম্বর ২০২৫
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারে স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর একটার দিকে ওই কারখানায় আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে কারখানার কর্মী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের ডিউটি অফিসার রবিউল ইসলাম ও ইনচার্জ নূরে আলম জানান, আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে।
ঘটনাস্থলে থাকা নূরে আলম জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
