যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন অধ্যাপক আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৬, ১৯ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। মঙ্গলবার (১৯ নভেম্বর) মধ্যরাতে নিয়মিত ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে তিনি বাংলাদেশে পৌঁছান।
সফর ও দায়িত্বপ্রাপ্তির বিষয়ে বুধবার (১৯ নভেম্বর) সকালে গণমাধ্যমকে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “যুক্তরাষ্ট্র সফরের সময় আমার বিশ্ববিদ্যালয়ের ছুটিসংক্রান্ত কিছু কাজ ছিল। ১৩ নভেম্বর আমি টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছি। সফরকালে আমাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।”
অধ্যাপক আলী রীয়াজ গত ২ নভেম্বর পেশাগত কাজে যুক্তরাষ্ট্র সফরে যান। সেখানে তিনি ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তৃতা দেন।
অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মেয়াদ শেষ হয়েছে গত ৩১ অক্টোবর। মেয়াদকালে তিনি কমিশনের হয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই ধাপে সংলাপ সম্পন্ন করে জুলাই মাসে জাতীয় সনদ প্রণয়ন নিশ্চিত করেছেন।
এরপর ২৭ অক্টোবর তিনি জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে একাধিক সুপারিশ সরকারের কাছে জমা দেন। সেই সুপারিশের ভিত্তিতে ১৩ নভেম্বর সরকার জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করে। একই দিনে অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত করা হয়।
তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা, শিক্ষা ও সংলাপের দক্ষতা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে উপযুক্ত করে তুলেছে।
