রাঘব–পরিণীতির ছেলে নীরকে সামনে আনলেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:২৯, ১৯ নভেম্বর ২০২৫
বলিউড তারকা পরিণীতি চোপড়া এবং তার স্বামী, আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা অবশেষে তাদের প্রথম সন্তানের নাম প্রকাশ করলেন। জন্মের প্রায় এক মাস পর বুধবার ইনস্টাগ্রামে ছেলের একটি মিষ্টি ছবি শেয়ার করেন তারা। ছবির সঙ্গে জানানো হয়েছে সন্তানের নাম— ‘নীর’।
গত ২০ অক্টোবর পুত্রসন্তানের আগমনের সুখবর শেয়ার করেছিলেন পরিণীতি–রাঘব। সেই সময় দম্পতি লিখেছিলেন— “অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। এখন আমাদের হৃদয় আরও পরিপূর্ণ।” সেই পোস্টের পর থেকেই অনুরাগীদের মনে অপেক্ষা ছিল নবজাতকের নাম জানার।
অবশেষে বুধবার প্রকাশ্যে এল একরত্তির প্রথম ঝলক। ছবিতে দেখা যায়—ছোট্ট শিশুর দু’টি পা; কখনও মা-বাবার স্নেহে চুমু, কখনও দু’হাতে আগলে রাখা। তবে মুখ এখনো প্রকাশ করেননি তারা।
নবজাতকের নাম প্রকাশ করে পরিণীতি ও রাঘব লিখেছেন—“জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম— তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’—শুদ্ধ, পবিত্র, অনন্ত।”
নাম ঘোষণার মুহূর্তের পরেই অভিনন্দন বার্তায় ভরে যায় তাদের সোশ্যাল মিডিয়া। অভিনেত্রী গওহর খান অভিনন্দন জানান। ভবিষ্যৎ মা ভারতী সিংও আদর পাঠান। অনুরাগীরাও মন্তব্য করে জানান, ‘নীর’ নামটি যেমন সুন্দর, তেমনই অর্থবহ।
পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা ২০২৩ সালের মে মাসে দিল্লিতে বাগদান করেন এবং সে বছরের সেপ্টেম্বরে উদয়পুরের দ্য লীলা প্যালেসে ঐতিহ্যবাহী অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি বছরের অগস্টে কেকের ছবির মাধ্যমে তারা জানান—দুই সদস্যের পরিবারে যুক্ত হতে যাচ্ছে নতুন অতিথি। কেকের ওপর লেখা ছিল, “১+১=৩”—সঙ্গেই ছিল ছোট্ট শিশুর পায়ের প্রতীকী ছবি।
এর আগে দম্পতি তাদের সদ্যোজাত সন্তানের জন্য পাওয়া ভালোবাসা–আশীর্বাদে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছিলেন—“আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ! আমরা প্রত্যেকটি বার্তা পড়েছি এবং মন দিয়ে গ্রহণ করেছি।”
রাঘব–পরিণীতির জীবনে নতুন অধ্যায়ের সূচনায় বলিউডসহ সাধারণ অনুরাগীদের শুভেচ্ছা জানাতেই সারাবিশ্বের মনোযোগ এখন ছোট্ট ‘নীর’-এর দিকে।
