জন্মদিনে জুবিনকে স্মরণ করলেন মমতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:০১, ১৯ নভেম্বর ২০২৫
দু’মাস আগেই তিনি পাড়ি দিয়েছেন না-ফেরার দেশে। তবু ১৮ নভেম্বর এলে সংগীতজগতের আবেগ এক জায়গায় গিয়ে থামে—জুবিন গার্গ। অকালপ্রয়াত এই বহুমুখী সংগীত প্রতিভার প্রয়াণের পর প্রথম জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার নিজের এক্স (সাবেক টুইটার)–এ আবেগঘন বার্তায় মমতা লিখেছেন—“বিখ্যাত বহুমুখী সংগীত প্রতিভা জুবিন গার্গকে তার জন্মদিনে স্মরণ করছি। তার সুর সীমা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত।”
মাত্র কয়েকটি বাক্যে ফুটে উঠল প্রিয় একজন শিল্পীকে হারানোর বেদনা এবং তার শিল্পমানের প্রতি গভীর শ্রদ্ধা।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে দুর্ঘটনায় মারা যান উপমহাদেশজুড়ে জনপ্রিয় সংগীতশিল্পী এবং আসামের নায়কসম শিল্পী জুবিন গার্গ। তার মৃত্যু নিয়ে নানা জল্পনা থাকলেও, সঙ্গীতজগত যে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে—তা নিয়ে কারও দ্বিমত নেই। মৃত্যুর খবর প্রকাশের পরই তাকে ‘ভাই’ সম্বোধন করে শোক জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মদিনেও সেই আবেগে ভাঁটা পড়েনি।
বাংলা, হিন্দি, অসমিয়া—ভাষার সীমানা অতিক্রম করে জুবিন হয়ে উঠেছিলেন সমগ্র উপমহাদেশের সংগীতপ্রেমীদের সম্পদ। তার গায়কী, সুর, সুরচয়ন—সব মিলিয়ে তিনি ছিলেন এক অনন্য প্রতিভা। তাই মানুষটি চলে গেলেও তার সুর অম্লান। অনুরাগীদের হৃদয়ে তিনি চিরস্থায়ী হয়ে থাকবেন।
