মুশফিকের শততম টেস্টে সাকিবের আবেগঘন বার্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৩১, ১৯ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ক্রিকেটের দুই স্তম্ভ—সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বহু বছর ধরে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়া এই দুই তারকার বন্ধন শুধু মাঠেই নয়, ক্রিকেট–জীবনের প্রতিটি বাঁকে ছিল অবিচ্ছিন্ন। মুশফিকুর রহিমের শততম টেস্টকে সামনে রেখে সেই বন্ধনই আরও একবার আবেগঘনভাবে ফুটে উঠল সাকিবের কথায়।
মঙ্গলবার ভোরে নিজের ফেসবুক স্ট্যাটাসে মুশফিককে উদ্দেশ করে সাকিব লিখেন, লর্ডসে মুশফিকের প্রথম টেস্ট ম্যাচ থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি নিজে যেমন অনুপ্রাণিত হয়েছেন, তেমনি অনুপ্রাণিত হয়েছেন দেশের অসংখ্য ক্রিকেটারও। বয়সভিত্তিক ক্রিকেটে মুশফিককে নিজের অধিনায়ক মনে করা—তার সেই স্মৃতিও বিশেষভাবে উল্লেখ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
সাকিব জানান, মুশফিকের প্রথম টেস্টের প্রতিটি বল তিনি দেখেছিলেন বিকেএসপির রিক্রিয়েশন রুমে বসে। আর আজ, শততম টেস্টেও তিনি চাইবেন প্রতিটি বল চোখে চোখে রাখতে—এমনটাই জানান দেশের সেরা অলরাউন্ডার। মাঠে থেকে এই ঐতিহাসিক মুহূর্ত ভাগ করে নিতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি।
মুশফিকের শততম টেস্টকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে অভিহিত করে সাকিব বার্তার শেষে লিখেছেন“শততম টেস্টের প্রতিটি মুহূর্ত যেন তুমি উপভোগ করতে পারো। শুভকামনা সবসময়।”
এই বিশেষ বার্তা আবারও মনে করিয়ে দেয়—বাংলাদেশ ক্রিকেটে সাকিব–মুশফিক শুধু সতীর্থ নন, একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, বন্ধন এবং বিশ্বাস আজও একইরকম অটুট।
