তুর্কির সঙ্গে ড্র করেও বিশ্বকাপ নিশ্চিত করল স্পেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:১৫, ১৯ নভেম্বর ২০২৫
বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে এসে অবশেষে গোল হজম করল স্পেন। তবুও ঘরের মাঠে তুর্কির সঙ্গে ২-২ গোলে ড্র করেই ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা নিশ্চিত করল ২০২৬ বিশ্বকাপের টিকিট। ‘ই’ গ্রুপের শীর্ষে থেকে তাদের সরাসরি বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকায় প্লে-অফে লড়াই করতে হবে তুর্কিকে।
স্পেন ২-২ তুর্কি: ড্র–ই যথেষ্ট লা রোহাদের
সেভিয়ার রামন সানচেজ পিজুয়ানে ম্যাচের শুরুতেই আগ্রাসী ফুটবল খেলতে দেখা যায় স্পেনকে।
মাত্র ৪ মিনিটেই কুকুরেলার পাস থেকে দারুণ ফিনিশে গোল করেন ড্যানি ওলমো। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সেট-পিস থেকে গোল করে সমতায় ফেরে তুর্কি। কর্নার কিক থেকে হেডে বল জালে পাঠান ডেনিজ গুল—এটাই ছিল চলতি বাছাইপর্বে স্পেনের প্রথম হজম করা গোল।
বিরতির পর আরও চমক দেখায় তুর্কি।
৫৪তম মিনিটে সালিহ ওজকানের গোলে এগিয়ে যায় অতিথিরা। জাতীয় দলের হয়ে তার প্রথম গোল এটি। তবে ম্যাচে ফেরার দৃঢ়তা দেখায় লুইস দে লা ফুয়েন্তের দল। ৬২ মিনিটে ওয়ারজাবালের গোলে আবার সমতায় ফিরে স্পেন।
শেষদিকে আক্রমণের ঝড় তোলেও আর জয়সূচক গোল পায়নি লা রোহা। একটি গোল অফসাইডে বাতিলও হয়। শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে ম্যাচ শেষ করলেও সবার ওপরে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে নিশ্চিত হয় স্পেন।
স্কটল্যান্ড ৪-২ ডেনমার্ক: নাটকীয় জয়, বিশ্বকাপের টিকিট স্কটিশদের
‘সি’ গ্রুপে দিনের সবচেয়ে নাটকীয় ম্যাচ দেখা যায় গ্লাসগোতে। ডেনমার্কের জন্য সমীকরণটা ছিল সহজ—ড্র করলেই বিশ্বকাপ। কিন্তু স্কটল্যান্ডের সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি তারা।
ম্যাচের ঘটনাপ্রবাহঃ
৩ মিনিটে স্কট ম্যাকটোমিনের গোল—স্কটল্যান্ড ১-০
৫৭ মিনিটে হইলুন্দের পেনাল্টি—ডেনমার্ক ১-১
৭৮ মিনিটে শ্যাঙ্কল্যান্ডের গোল—স্কটল্যান্ড ২-১
৮২ মিনিটে ডগরুর গোল—ডেনমার্ক ২-২
এরপরই শুরু হয় আসল নাটক!
যোগ করা সময়ের তৃতীয় ও অষ্টম মিনিটে পরপর দুই গোল করে স্কটল্যান্ড, ৪-২ ব্যবধানে জিতে বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নেয় তারা।
৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড।
ডেনমার্কের ১১ পয়েন্ট—তাদের প্লে-অফে নামতে হবে এখন।
আরও তিন দল সরাসরি বিশ্বকাপে
দিনের ম্যাচগুলো শেষে আরও তিনটি দল নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট-বেলজিয়াম, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড।
