বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

বাতিলের মুখে হরমনদের বাংলাদেশ সফর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬:১৫, ১৯ নভেম্বর ২০২৫

বাতিলের মুখে হরমনদের বাংলাদেশ সফর

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডঘোষণার পর সৃষ্ট অস্থির পরিস্থিতি এবার আঘাত হানতে পারে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। ডিসেম্বরে নির্ধারিত ভারত–বাংলাদেশ মহিলা দলের সিরিজটি বাতিল বা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কূটনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা ঝুঁকির কারণে দুই দেশের ক্রিকেট বোর্ডই এখন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতীয় গণমাধ্যম আজকাল এই আশঙ্কার কথা জানিয়ে খবর প্রকাশ করেছে।
আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রামের অংশ হিসেবে ভারতীয় মহিলা দল হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় আসার কথা ছিল। 
সিরিজে থাকত—৩টি ওয়ানডে, ৩টি টি–টোয়েন্টি ম্যাচ।
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এটাই হরমনদের প্রথম আন্তর্জাতিক অভিযান হওয়ার কথা। কিন্তু বাস্তবে এখন সিরিজ শেষ পর্যন্ত আদৌ অনুষ্ঠিত হবে কি না—তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তার পাশাপাশি বড় কারণ হিসেবে উঠে এসেছে দুই দেশের সরকারের মধ্যে কূটনৈতিক জটিলতা।
ভারত সরকারের কাছে বাংলাদেশ বর্তমানে কিছু সংবেদনশীল বিষয়ে অবস্থান চেয়ে অনুরোধ জানিয়েছে।
সেই প্রেক্ষাপটে ক্রীড়া পর্যায়কেও প্রভাবিত করছে পরিস্থিতি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিকল্প সময়সূচি খোঁজার চেষ্টা করলেও জানুয়ারি থেকে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ , এরপর ভারতের রয়েছে অস্ট্রেলিয়া সফর। ফলে নতুন সময় খুঁজে পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ছে।
এটি প্রথম নয়। চলতি বছরের আগস্টে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত–বাংলাদেশ পুরুষ দলের সাদা বলের সিরিজ।
নিরাপত্তা উদ্বেগের কারণে সেটিও আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত। বিকল্প হিসেবে শোনা গিয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে–টি–টোয়েন্টি খেলার সম্ভাবনার কথা। কিন্তু শেষ পর্যন্ত সেই সফরটিও বাতিল হয়। এবার একই ছায়া নেমে এসেছে মহিলা দলের সিরিজেও।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

১৩ দিনে ৩৩ বছরের চুক্তি, কী কারণ থাকতে পারে
২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের শোধ
সতর্কবার্তার ভিডিও দেওয়ার পরও খুন হলেন জহির
বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে হারাল বাংলাদেশ
কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মওদুদ জীবিত থাকলে হাসিনার পতন দেখতে পেতেন, জানালেন ফখরুল
ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার
প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার বিপর্যয়; এক্স-সহ বহু সাইটে হঠাৎ ডাউন
দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট