আবীরের সীমাহীন কিপটেমি! পায়েল সরকারের নতুন ফ্ল্যাট কেনায় নায়কের ‘বুকে ব্যথা’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৫০, ১৯ নভেম্বর ২০২৫
বহু দিন পর সহ-শিল্পী আবীর চট্টোপাধ্যায়কে নিয়ে সরাসরি মুখ খুললেন অভিনেত্রী পায়েল সরকার। একসময়ে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সেই স্মৃতি টেনে পায়েল জানালেন—অভিনেতা হিসেবে আবীর যতই ভদ্র, শান্ত, নিপাট ও সহায়তাপর হোন না কেন, টাকার ব্যাপারে তাঁর ‘কিপটেমি’ নাকি সীমাহীন!
পায়েলের কথায়, আবীর ঝগড়া করতেও পারেন না, উল্টে ঝগড়া মেটাতে ছুটে আসেন—এতটাই ভাল মানুষ তিনি। সহ-অভিনেতাদের প্রতি আচরণেও যত্নশীল, শুটিংয়ে দৃশ্য ভাল করতে সবসময় সহযোগিতা করেন। কিন্তু এই ভদ্রতার মধ্যেই লুকিয়ে আছে এক বড় ত্রুটি—টাকার ব্যাপারে অদ্ভুত হিসেবি মনোভাব।
“আমার ফ্ল্যাট কেনায় বুকে ব্যথা!”—পায়েলের দাবি
পায়েল জানান, তিনি সম্প্রতি একটি বহুতলে ফ্ল্যাট কিনেছেন। কিন্তু নিজের সিদ্ধান্তে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন আবীর! পায়েলের কথায়,
“আমার টাকা, আমি খরচ করছি—তাতেও আবীরের যেন বুক ফেটে যাচ্ছে। বারবার বলছিল, কেন কিনছিস! কী দরকার! শুধু শুধু এত টাকা খরচ করছিস!”
পায়েলের মতে, আবীর চেষ্টা করেন সকলের টাকা বাঁচিয়ে দিতে—তা সে তাঁর হোক বা নিজের।
নিজের ক্ষেত্রেও টাকার সাশ্রয়—অভিযোগ পায়েলের
মজার ছলে অভিনেত্রী আরও বলেন, যেদিন তিনি গাড়ি কিনেছিলেন, আবীর আনন্দ করে তাঁর কাছ থেকে খাওয়া দাওয়া সেরেছিলেন। কিন্তু কয়েক দিন পর আবীর নিজেই গাড়ি কিনলে পায়েলকে খাওয়ানোর কথা পুরোপুরি ভুলে যান!
“নিজের বেলাতেও হিসেবি মন! এটাই আবীরের আশ্চর্য অভ্যাস,”—হাসতে হাসতে জানিয়েছেন পায়েল।
তবু আবীর ‘পত্নীনিষ্ঠ ভদ্রলোক’—পায়েলের প্রশংসা
সব কিপটেমি সত্ত্বেও আবীরের প্রতি তাঁর শ্রদ্ধা কমেনি—এ কথা স্পষ্ট করেছেন পায়েল। শরীরচর্চা, ডায়েট, সুগঠিত চেহারা—এসব নিয়ে এখনও তাঁর কৌতূহল রয়েছে। সহ-অভিনেতা হিসেবে আবীরকে ‘আরামদায়ক’ বলেই মনে করেন তিনি।
দীর্ঘদিন পর স্মৃতিচারণ, ভক্তদের মধ্যেও কৌতূহল
পায়েলের এই খোলামেলা কথায় এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে টলিউড মহলে। বহু বছর পর তিনি সহশিল্পীর ব্যক্তিগত অভ্যাস নিয়ে সরাসরি মন্তব্য করায় ভক্তদের মধ্যেও আগ্রহ বাড়ছে—আবীর কি সত্যিই এমন কিপটে? নাকি পায়েলের মজা–মেশানো খোঁচা?
