যুক্তরাষ্ট্রে শুল্ক বাড়লেও ভারতীয় রপ্তানি সাড়ে ১৪ শতাংশ বৃদ্ধি
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০৮:৪৯, ১৯ নভেম্বর ২০২৫
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্ক সত্ত্বেও পাঁচ মাসের মধ্যে প্রথমবার অক্টোবরে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেপ্টেম্বরের তুলনায় রপ্তানি বৃদ্ধির হার দাঁড়িয়েছে সাড়ে ১৪ শতাংশ।
গত আগস্টের শেষ দিকে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প প্রশাসন। পাশাপাশি রাশিয়ান তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানাও দিতে হয় ভারতকে। এসব কারণে ভারতের বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানো কমে গিয়েছিল।
তবে সাম্প্রতিক আলোচনার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি এলপিজি আমদানিতে সম্মত হয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন কিছু কৃষিপণ্যকে পারস্পরিক শুল্কের বাইরে রেখেছে, যা ভারতের জন্য বড় সুবিধা তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দুই দেশের মধ্যকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে দ্রুত। ভারতীয় কর্মকর্তাদের দাবি, চুক্তির মূল বিষয়গুলোর সমাধান অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
অক্টোবরে ভারতের মোট রপ্তানি প্রায় ১২ শতাংশ কমলেও যুক্তরাষ্ট্রে রপ্তানি উল্টো বৃদ্ধি পেয়েছে। মার্কিন বাজারে পোশাক, চিংড়ি, রত্ন ও গহনা—এসব পণ্যের প্রধান সরবরাহকারী দেশগুলোর তালিকায় ভারত শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
