সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সমালোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৫৩, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৯:৫৬, ১৯ নভেম্বর ২০২৫
এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
সৌদি আরেবর কাছে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রি করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন পরিকল্পনার সমালোচনা করছেন ইসরায়েলের সমর্থক গোষ্ঠিরা।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি সৌদির কাছে যে যুদ্ধবিমানগুলো বিক্রির পরিকল্পনা করছেন, সেগুলো ইসরায়েলের কাছে বিক্রি করা মডেলগুলোর মতো প্রায় একই রকম হবে। তিনি বলেন, ‘উভয় দেশই যুক্তরাষ্ট্রের মহান মিত্র।’
হোয়াইট হাউসে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে আতিথেয়তা দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আমি জানি, তারা চাইবে আপনারা যেন অপেক্ষাকৃত কম সক্ষমতার বিমান পান। আমার মনে হয় না তাতে আপনারা খুব খুশি হবেন।’
তিনি আরও বলেন, ‘সৌদি আমাদের ঘনিষ্ঠ মিত্র। ইসরায়েলও ঘনিষ্ঠ মিত্র। আমি মনে, করি তারা উভয়ই এমন একটি স্তরে আছে, যেখানে তাদের অত্যাধুনিক বিমান পাওয়া উচিত।’
এদিকে, জায়নিস্ট অর্গানাইজেশন অফ আমেরিকা (জেডওএ)-সহ একাধিক ইসরায়েলি গোষ্ঠি সৌদির কাছে পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট বিক্রির পরিকল্পনাটির তীব্র সমালোচনা করছে।
