আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৪, ১৯ নভেম্বর ২০২৫
রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করে রাখা একটি ব্যক্তিগত গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, রাত ১১টার দিকে আগারগাঁও এলাকায় পার্কিং অবস্থায় থাকা গাড়িটিতে আগুন লাগার খবর পেয়ে দল পৌঁছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন কীভাবে লাগানো হয়েছে বা কারা দায়ী—তা এখনো স্পষ্ট নয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
