গুলিস্তান মোড়ে হোটেল রমনাসংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩২, ১৯ নভেম্বর ২০২৫
রাজধানীর গুলিস্তান মোড়ে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশেই হোটেল রমনার সংলগ্ন একটি বাণিজ্যিক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছয়তলা বিশিষ্ট ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় রাত ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত সাড়ে ১২টার দিকে হোটেল রমনার পাশের মার্কেটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্রই সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট পাঠানো হয়। তিনি বলেন, “নিয়ন্ত্রণে আনার পরও আমরা ভবনের অভ্যন্তরে তল্লাশি চালাচ্ছি। আগুনে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
মার্কেটের ব্যবসায়ী ও আশপাশের লোকজন জানান, গভীর রাত হওয়ায় ভবনের ভেতরে লোকসমাগম কম ছিল। ফলে বড় ধরনের প্রাণহানির ঝুঁকি তৈরি হয়নি। তবে আগুনের ধোঁয়া ও তাপের কারণে আশপাশের এলাকায় কিছুক্ষণ আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।
