অজ্ঞাত স্থান থেকে ভেনেজুয়েলার বিরোধী নেতার স্বাধীনতা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:১৮, ১৯ নভেম্বর ২০২৫
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো সম্প্রতি তার “স্বাধীনতার ঘোষণাপত্র” প্রকাশ করেছেন, যা দেশটির ক্ষমতাশালী নেতা নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে নতুন রাজনৈতিক যুগের রূপরেখা হিসেবে বিবেচিত হচ্ছে।
সিএনএন সূত্রে জানা গেছে, চার পৃষ্ঠার এই নথি মঙ্গলবার (১৮ নভেম্বর) জনসাধারণের জন্য প্রকাশিত হয়। এতে মাচাদো তুলে ধরেছেন যে গণতান্ত্রিক মূলনীতি—যা তিনি প্রতিটি ভেনেজুয়েলার জন্মগত অধিকার মনে করেন—যেমন ভোটের অধিকার, সমবেত হওয়ার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা।
নথিতে সরকারের ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের কাছে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এক অংশে বলা হয়েছে, “প্রত্যেক ভেনেজুয়েলার জন্মের সঙ্গে সঙ্গে অপরিবর্তনীয় অধিকার রয়েছে, যা আমাদের স্রষ্টা দিয়েছেন, মানুষ নয়।”
অজ্ঞাত স্থানে থেকে ১৫ মিনিটের একটি ভিডিওতে মাচাদো পুরো ঘোষণাপত্রটি পাঠ করেন এবং জানান, মাদুরোর কঠোর ক্ষমতার প্রভাব ধীরে ধীরে শেষ হচ্ছে। তিনি বলেন, “ছাই থেকে উঠে আসছে এক নতুন ভেনেজুয়েলা। যার মনোবল নতুন, উদ্দেশ্যে একতাবদ্ধ, ফিনিক্সের মতো শক্তিশালী, উজ্জ্বল ও অপ্রতিরোধ্য।”
একই সময়, মাদুরো ইঙ্গিত দিয়েছেন যে তিনি তার আমেরিকান প্রতিপক্ষের সঙ্গে সংলাপের জন্য উন্মুক্ত থাকবেন। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় টিভিতে তিনি বলেন, “যারা ভেনেজুয়েলার সঙ্গে কথা বলতে চান তারা মুখোমুখি কথা বলবেন।”
