মেক্সিকোয় ট্রাম্পের সামরিক হস্তক্ষেপ প্রত্যাখান শেইনবাউমের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩৯, ১৯ নভেম্বর ২০২৫
ক্লাউদিয়া শেইনবাউম। ছবি: সংগৃহীত
মাদকচক্র দমনের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাকে জোরালোভাবে নাকচ করে দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।
ট্রাম্প জানান, মাদক বন্ধ করার প্রয়োজনে যদি মেক্সিকোতে হামলা চালাতে হয়, তবে তিনি তাতে রাজি।
তিনি আরও বলেন, মেক্সিকো তাকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে এবং মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের পথগুলো কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
জবাবে শেইনবাউম জানান, পরে ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, মেক্সিকোর সম্মতি ছাড়া যুক্তরাষ্ট্র কোনো ধরনের অভিযান চালাবে না। কিন্তু তিনি এই বিষয়ে সম্মতি দেওয়ার কথা সরাসরি নাকচ করে বলেন, আমরা এমন কোনো সম্মতি দেব না, কারণ মেক্সিকো কোনো বিদেশি সরকারের হস্তক্ষেপ চায় না’
প্রেসিডেন্ট শেইনবাউম উনিশ শতকের মেক্সিকো-আমেরিকা যুদ্ধের উদাহরণ টেনে সতর্ক করেন। তিনি বলেন, শেষবার যুক্তরাষ্ট্র যখন মেক্সিকোয় সামরিক হস্তক্ষেপ করেছিল, তখন দেশকে প্রায় অর্ধেক ভূখণ্ড হারাতে হয়েছিল। এই ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে তিনি কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় সংকল্পের বার্তা দেন।
কয়েক মাস আগে দায়িত্ব নেওয়া শেইনবাউম ট্রাম্পের কঠোর সমালোচনার মুখেও দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে শান্ত ও দৃঢ় অবস্থান ধরে রেখেছেন। এর আগেও তিনি ট্রাম্পের পক্ষ থেকে আসা মার্কিন সেনা মোতায়েনের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছেন বলে জানান।
