আতিফ আসলামের কসনসার্টের আয় যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৩৬, ১৯ নভেম্বর ২০২৫
ঢাকা আবারও মাততে চলেছে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম–কে ঘিরে। আয়োজন করা হচ্ছে চ্যারিটি কনসার্ট ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’, যার পুরো আয় যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। অনুষ্ঠানটি আয়োজন করছে স্পিরিটস অব জুলাই।
আয়োজকরা জানিয়েছেন, গত আসরের চ্যারিটি কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনে ব্যয় করা হয়েছিল। এ বছরও সেই চ্যারিটির ধারা অব্যাহত থাকবে। কনসার্ট থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ সরাসরি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে প্রদান করা হবে। ফাউন্ডেশনটি ওই অর্থ ব্যবহার করবে শহীদ ও আহতদের স্থায়ী পুনর্বাসন, স্বাস্থ্য সহায়তা ও সামাজিক সুরক্ষা কার্যক্রমে।
স্পিরিটস অব জুলাইয়ের সাংগঠনিক সম্পাদক ও সহ–প্রধান আয়োজক মো. জাফর আলী সমাজকালকে বলেন,“আমাদের লক্ষ্য শুধু চ্যারিটি নয়; বরং জুলাইয়ের চেতনা ও আদর্শকে নতুন প্রজন্মের সামনে নতুন করে তুলে ধরা। তরুণরা যেন জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে তাদের আবেগগত সংযোগ খুঁজে পায়—এটাই আমাদের উদ্দেশ্য।”
এই কনসার্টে অংশ নেবেন দেশি ও বিদেশি শিল্পীরা। থাকবে—লোকসংগীত,কাওয়ালি,জনপ্রিয় আধুনিক গান,আলোকচিত্র প্রদর্শনী,গ্রাফিতি আর্ট ও মঞ্চনাটক।
এসব আয়োজনের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হবে জুলাই আন্দোলনের ইতিহাস, সংগ্রাম ও চেতনা।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে। নির্দিষ্ট তারিখ শিগগিরই জানানো হবে।
জাফর আলী আরও বলেন,“বর্তমান সময়ে কিছু মহল জুলাই আন্দোলনকে উপেক্ষা বা ব্যঙ্গ করার চেষ্টা করছে। আমাদের এই অনুষ্ঠান সেই চেতনার পুনর্জাগরণ, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা এবং সত্যিকারের ইতিহাসকে সামনে আনার একটি প্রচেষ্টা।”
