বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৫ অগ্রাহায়ণ ১৪৩২

গণতন্ত্র প্রতিষ্ঠায় মব ভায়োলেন্স পরিহারের আহ্বান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২০, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৪০, ১৯ নভেম্বর ২০২৫

গণতন্ত্র প্রতিষ্ঠায় মব ভায়োলেন্স পরিহারের আহ্বান ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, প্রেসক্লাবে বক্তব্য রাখছেন, ছবি: সমাজকাল

দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক সংস্কৃতি থেকে ‘মব ভায়োলেন্স’ ও ‘মবক্রেসি’ অবিলম্বে পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, দেশে এখনো ভিন্নমতকে অবজ্ঞা ও দমন করা এবং মতভিন্নতার কারণে সহিংসতা তৈরির প্রবণতা রয়েছে, যা গণতন্ত্রের পথে বড় বাধা। 

‘সব ধর্ম-বর্ণ-মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশকে ‘রেইনবো স্টেট’ হিসেবে গড়ে তোলাই বিএনপির ঘোষিত নীতি’- বলেন তিনি।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানে লেকশোরে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক সংকলিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রধান কথা হচ্ছে, অন্যের মতকে সহ্য করতে শেখা। আপনি কথা বলবেন, কিন্তু ভিন্নমতকে পিটিয়ে দমন করবেন, এটা কখনোই গণতন্ত্র নয়। ডেমোক্রেসির মূল দর্শন হলো, আমি তোমার সঙ্গে একমত না হলেও তোমার মতপ্রকাশের অধিকার রক্ষায় জীবন দেব’। 

তিনি বলেন, ‘বাংলাদেশকে যদি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না দেই, টেকসই ব্যবস্থা গড়তে চাই, তাহলে বিচার বিভাগ, মিডিয়া, পার্লামেন্ট- সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতেই হবে। কে জিতল, কে হারল- তার চেয়ে বড় বিষয় হলো, প্রতিষ্ঠানগুলো আদৌ স্বাধীন ও কার্যকর কি না, আইনের শাসন নিশ্চিত কি না, মানবাধিকার সম্মানিত কি না’।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বিএনপির ওপর এখন আরও বেশি দায়িত্ব। গণতন্ত্রের পক্ষে ঐতিহাসিকভাবে যারা লড়াই করেছে, সেসব রাজনৈতিক শক্তিকে এক প্ল্যাটফর্মে এনে নতুন গণতান্ত্রিক মোর্চা গড়ে তুলতে হবে। এ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের উদাহরণ তুলে ধরেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায়কে আড়াল করতে একটি বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে দেশে মবক্রেসির পরিবেশ তৈরি করছে’। 

তার মতে, সহিংসতার মাধ্যমে জনদৃষ্টি ভিন্নখাতে নিতে চাওয়া হতে পারে, যা গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক।

বিএনপির রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে ফখরুল বলেন, ‘বিএনপি কোনো বিপ্লবী দল নয়। উই আর লিবারেল ডেমোক্রেটস। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই লড়াই করি’। 

স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যুবদল নেতা আবদুল মোনায়েম মুন্না এবং গ্রন্থের সম্পাদক বাবুল তালুকদার ও প্রকাশক অধ্যাপক বিএম নাগিব হোসেন।

অনুষ্ঠানের শুরুতে গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তা হলে ‘গুণগত পরিবর্তন’ আসবে : বিএনপি
গণভোট-সংসদ নির্বাচনে আলাদা বুথ চান জোনায়েদ সাকি
অগ্রণী ব্যাংকের ১৮৯ কোটি টাকা ঋণ জালিয়াতি মামলা ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাসুদ কারাগারে
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, ‘খুন করে ফেলছে’: ছাত্রীর খুদে বার্তার বিবরণ দিলেন সৈকত
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
পিয়াসের মুক্তির দাবিতে দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
বিএসটিআই’র সব সেবা মিলছে অনলাইনেও
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ১০, আহত কমপক্ষে ৪০
পাকিস্তানের আকাশসীমা বন্ধ, আর্থিক সংকটে এয়ার ইন্ডিয়া
শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত মুশফিক
আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস: দেশজুড়ে বিশেষ আয়োজন
বিএনপি নেতাদের পোস্টারে তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির
শিশু-নিরাপত্তায় জাপার ৫ দফা নির্বাচনী ইস্তেহার, জানালো ইউনিসেফকে
রানওয়েতে শিয়ালের আনাগোনা, শাহ আমানতে ২৬ মিনিট দেরিতে ছাড়ল ফ্লাইট
৯ আসনে লড়ছেন ইসলামী যুব আন্দোলনের শীর্ষ নেতারা
ডিবি হেফাজতে সাড়ে ১০ ঘন্টা সাংবাদিক সোহেল; নেপথ্যে উপদেষ্টা ও কেমন কাটলো গরাদে- জানালেন সব
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ মুক্তি পাচ্ছে
ট্রাম্প–সৌদি যুবরাজের ডিনারে রোনাল্ডো-ইলন মাস্ক; কী ছিল বিলাসী মেনুতে?
কেন ডিবিতে নেওয়া হয় সাংবাদিক সোহেলকে, জানাল ডিএমপি