জবির ছাত্রী হলে উপহার পাঠাল ছাত্রদল
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৫, ১৯ নভেম্বর ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলে উপহার পাঠিয়েছে ছাত্রদল। ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলে উপহার পাঠিয়েছে ছাত্রদল। উপহারের মধ্যে রয়েছে- বুকশেলফ, বই, প্লেট, মগসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি।
সংগঠনের নেতাকর্মীরা হল কর্তৃপক্ষের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেছে।
বুধবার (১৯ নভেম্বর) ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে প্রয়োজনীয় উপহারসামগ্রী পাঠাল ছাত্রদল।
উপহারসামগ্রীর মধ্যে আরও রয়েছে- চারটি বুকশেলফ, বিসিএসের পাঁচ সেট বই, ইসলামিক বই, ৫০০টি প্লেট, ৫০০টি মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, ১২০০টি স্যানিটারি ন্যাপকিন, পঞ্চম ফ্লোরের জন্য পর্দা ও পাইপ এবং ফার্স্ট এইড বক্স।
