রাফিয়ার পাশে ঢাবির শিক্ষক শেহরীন মোনামি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১১:২৭, ১৯ নভেম্বর ২০২৫
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে রায় ঘোষণার দিন ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতের ফেসবুক পোস্টে মোনামি রাফিয়ার পক্ষে অবস্থান নেন। তিনি লেখেন, রাফিয়াকে এতটা টার্গেট করা হচ্ছে মূলত তার দৃশ্যমান বিশ্বাস ও ধর্মীয় পরিচয় প্রকাশ করার কারণে। তিনি বলেন, “যদি একইরকম দৃঢ়তা ও প্রতিবাদ কোনো নন-হিজাবি শিক্ষিকার পক্ষ থেকে দেখা যেত, তবে তা ‘সাহসী’ হিসেবে প্রশংসিত হতো। তবে রাফিয়ার ক্ষেত্রে তা দেখা হচ্ছে না।”
মোনামি আরও বলেন, উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের আচরণ ছিল “অগ্রহণযোগ্য, অসম্মানজনক ও নির্যাতনমূলক”, কিন্তু রাফিয়ার সাহসী প্রতিক্রিয়াকে নারীর ক্ষমতায়ন হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তিনি যুক্ত করেন, এটি মূলত বাংলাদেশের সীমিত ও নির্বাচনী ফেমিনিজমের সঙ্গে মিলছে না।
