ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৩০ কিশোর–কিশোরী
প্রকাশ: ২২:০৬, ১৯ নভেম্বর ২০২৫
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফেরা ৩০ কিশোর–কিশোরী। ছবি: সংগৃহিত
ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছে ৩০ কিশোর–কিশোরী। এদের মধ্যে ১১ জন কিশোরী ও ১৯ জন কিশোর।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, এরা সবাই সীমান্তপথে অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার বিভিন্ন থানায় আটক হয়। পরবর্তীতে সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে। দুই দেশের সরকারের অনুমোদন পাওয়ার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।
তিনি আরও বলেন, রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ফেরত আসাদের জিম্মায় নিয়ে নিজ পরিবারের কাছে হস্তান্তরের পদক্ষেপ নেবে। কেউ আইনি বা মনোসামাজিক সহায়তা চাইলে সেই ব্যবস্থাও করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তিনটি এনজিওর কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।
