বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

| ৫ অগ্রাহায়ণ ১৪৩২

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা, বাতিল হতে পারে অনুমতি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২২:৩২, ১৯ নভেম্বর ২০২৫

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা, বাতিল হতে পারে অনুমতি

এই সেই কুমিল্লার টাউন হল মাঠ, যেখানে একই দিনে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি নেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহিত

কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির দুই গ্রুপের আলাদা কর্মসূচিকে কেন্দ্র করে নগরীতে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। একই স্থানে একই দিনে কর্মসূচি নেওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। একপাশে হাজী আমিন উর রশিদ ইয়াছিন গ্রুপ, অন্যপাশে মনিরুল হক চৌধুরী গ্রুপ নিজস্ব মঞ্চ ও প্যান্ডেল তৈরি করছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) টাউন হল মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে ইয়াছিন গ্রুপ। অপরদিকে মনিরুল হক চৌধুরী গ্রুপ একই দিন একই মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, মাঠের পূর্বপাশে ইয়াছিন গ্রুপ প্যান্ডেল তৈরির কাজ করছে। পশ্চিম অংশে মনিরুল হক চৌধুরীর সমর্থকরা নির্বাচনী মঞ্চ তৈরি করছেন এবং প্যান্ডেল তৈরির সরঞ্জাম আনছেন। দুই পক্ষের নেতাকর্মীর উপস্থিতি থাকলেও কোনো দৃশ্যমান সংঘর্ষ হয়নি।

স্থানীয়রা আশঙ্কা করছেন, বৃহস্পতিবারের কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ঘটতে পারে। গত ১৭ নভেম্বর মনিরুল হক চৌধুরীর নির্বাচনী গণমিছিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটায় জনমনে আতঙ্ক আরও বেড়েছে।

ইয়াছিন গ্রুপের পক্ষ থেকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান জানান, ১৮ নভেম্বর জেলা প্রশাসকের কাছে মাঠ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। তার আগে ১৫ নভেম্বর টাউন হল কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয়েছিল।

অন্যদিকে মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী আবদুল মোতালেব মজুমদার বলেন, ১৭ নভেম্বর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে এবং নির্ধারিত ফিও পরিশোধ করা হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, `একই স্থানে দুই পক্ষের কর্মসূচির বিষয়ে জেনেছি। জননিরাপত্তার স্বার্থে কাউকেই অনুমতি দেওয়া হবে না।‘ 
এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর উভয় পক্ষকে সিদ্ধান্ত জানানো হবে।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার
৩০ নভেম্বর থেকে ৭ বিভাগে ৮ দলের সমাবেশ
বিএনপির প্রার্থী বদলের দাবীতে আখাউড়ায় কাফনের কাপড় পড়ে মশাল মিছিল
শততম টেস্টে মুশফিককে পন্টিং–করুনারত্নের অভিনন্দন
বার্সেলোনার প্রেসিডেন্ট হলে প্রথম মেসিকে ফোন দেবেন ফন্ট
হিউ জ্যাকম্যান–ডেবোরার সম্পর্কে এগোচ্ছে ‘অ্যামিকেবল’ সমাধান
কাবাডি বিশ্বকাপে ভারতের কাছে হারল বাংলাদেশ নারী দল
বায়োপিকে মাইলস টেলারের কাস্টিং নিয়ে ক্ষোভ জ্যাকসন কণ্যার
১৮তম নিবন্ধিত শিক্ষকদের জন্য আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি
বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত
পল্লবী থানার সামনে ৩ ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত ৩
কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা, বাতিল হতে পারে অনুমতি
ঢাকায় জনবল নিয়োগ দিচ্ছে বিকাশ
সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ
জে-লো–বেন অ্যাফ্লেককে নিয়ে ‘বেনিফার ৩.০’
১২০০ কোটি টাকার সাম্রাজ্যের পর ২ নতুন বাড়ি কিনলেন সাইফ
গণভোট আয়োজনের আগে প্রয়োজন আইন: সিইসি
শূকরের পর এবার সাংবাদিকদের বিপজ্জনক বললেন ট্রাম্প
ভারত সফরে ট্রাম্প জুনিয়র আসছেন
শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো ইইউ