শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো ইইউ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৪৮, ১৯ নভেম্বর ২০২৫
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আনা শ্রম আইন সংশোধনকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে ইইউ জানায়, শ্রম অধিকার সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এ সংশোধনী উল্লেখযোগ্য অগ্রগতি তৈরি করবে।
ইইউ আশা প্রকাশ করে, ২০২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচন শেষে নতুন রাজনৈতিক সরকার দ্রুততম সময়ে এ সংশোধনী বাস্তবায়নে এগিয়ে আসবে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জন্য ইইউ বাজারে দীর্ঘমেয়াদি অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার অন্যতম শর্ত হলো—শ্রম অধিকার উন্নয়ন ও আন্তর্জাতিক মান রক্ষা। এ কারণে শ্রম আইন সংশোধনকে তারা ‘সময়ের দাবি পূরণকারী উদ্যোগ’ হিসেবে বিবেচনা করছে।
ইইউ আরও জানায়, বাংলাদেশ যে সম্প্রতি আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুমোদন করেছে— তা দেশটির শ্রম পরিবেশ, নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধে নতুন দিগন্ত খুলে দেবে। এসব পদক্ষেপকে ইইউ–বাংলাদেশ বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্কের জন্য ‘ইতিবাচক গতি’ বলে বর্ণনা করা হয়।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, নীতিগত ধারাবাহিকতা বজায় রাখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তরণ পর্যায়ে রয়েছে বাংলাদেশ।
