হিউ জ্যাকম্যান–ডেবোরার সম্পর্কে এগোচ্ছে ‘অ্যামিকেবল’ সমাধান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩:৫৬, ১৯ নভেম্বর ২০২৫
হিউ জ্যাকম্যান ও তার সাবেক স্ত্রী ডেবোরা-লি ফারনেস। ছবি: কসমোপলিটন
হলিউড তারকা হিউ জ্যাকম্যান এবং তার সাবেক স্ত্রী ডেবোরা-লি ফারনেস ২৭ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের অবসান ঘটালেও, এখন তাদের সম্পর্কে তৈরি হচ্ছে নতুন ধরনের ‘অ্যামিকেবল’ সমঝোতার পরিবেশ। বিচ্ছেদের পর যে তিক্ততা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কাটিয়ে উঠছেন দুজনই।
ইউএস উইকলি–কে দেওয়া এক সূত্রের বরাতে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে দুজনের মধ্যে আবারও যোগাযোগ বাড়ছে। সূত্রটি জানায়, `আইনগত প্রক্রিয়ার সময় ব্যাপারটা খুব জটিল ছিল, ব্যবসায়িক বিষয়াদি নিয়ে তাদের টানাপড়েন চলছিল। এখন সেসব শেষ হওয়ায় আবেগপ্রবণ হয়ে কথা বলা সহজ হয়েছে।‘
জ্যাকম্যান (৫৭) ও ফারনেস (৬৯) নাকি কয়েকবার মুখোমুখি বসে ‘অনিষ্পন্ন বিষয়’ নিয়েও আলোচনা করেছেন।আইনজীবীদের পরামর্শ ছিল—পরস্পরের সঙ্গে কথা না বলা; কিন্তু দুজনই সেটি পাশ কাটিয়ে সমঝোতার পরিবেশ তৈরিতে এগিয়ে এসেছেন।
হিউ জ্যাকম্যানের দ্য মিউজিক ম্যান–এর সহ–অভিনেত্রী সাটন ফস্টারের সঙ্গে কথিত সম্পর্কই নাকি তাদের বিচ্ছেদের পেছনে বড় কারণ—এমন দাবিও উঠেছিল আন্তর্জাতিক ট্যাবলয়েডগুলোতে। বর্তমানে ফস্টারই জ্যাকম্যানের প্রেমিকা বলে জানা যায়।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ২৭ বছরের সংসারের সমাপ্তি ঘোষণা করেন তারা। দম্পতির দুই সন্তান—অস্কার (২৫) ও আভা (২০)।
সূত্র জানায়,`ফারনেসের কাছে বিষয়টা টাকার ছিল না; তিনি চেয়েছিলেন স্পষ্টতা ও জবাবদিহিতা।‘
বিচ্ছেদের পর দূরত্ব তৈরি হলেও এখন দুজনেই সন্তানের স্বার্থে একটি স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
সূত্রটি আরও যোগ করে,`তাদের সম্পর্ক বহু উত্থান–পতনের মধ্য দিয়ে গেছে। এত বছরের স্মৃতি, সন্তানদের ভবিষ্যৎ—সব মিলিয়ে তারা এগিয়ে আসছেন নতুনভাবে।‘
