নারী–শিশু সুরক্ষায় সরাসরি মাঠে কাজ করতে চান মহিলা ও শিশু উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩১, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ০১:৩৪, ২০ নভেম্বর ২০২৫
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: সংগৃহীত
নারী ও শিশু নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়তে প্রান্তিক পর্যায় পর্যন্ত কুইক রেসপন্স টিমের কার্যক্রম বিস্তারের মাধ্যমে সরাসরি মাঠে কাজ করতে চান বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় উপদেষ্টা বলেন, “চব্বিশের ঘটনাগুলো আমাদের সমাজকে বদলে দিয়েছে। বাংলাদেশ আর আগের জায়গায় ফিরে যাবে না।”
তিনি উল্লেখ করেন, চব্বিশের জুলাই যুদ্ধ ও গণঅভ্যুত্থানে অসংখ্য তরুণ-তরুণীর আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য ন্যায়, সততা ও মানবিকতার প্রতিশ্রুতি হয়ে থাকবে।
তিনি বলেন, “গণঅভ্যুত্থানে প্রায় ৭০ ভাগ মেয়েরা সামনে থেকে লড়েছে। অনেকেই আঘাত পেয়েছে, বঞ্চিত হয়েছে, কেউ সামাজিক লজ্জার ভয়ে আড়ালে রয়ে গেছে। এই সব মেয়েদের আলোর পথে ফিরিয়ে আনাই এখন প্রধান দায়িত্ব।”
সভায় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মান ও গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
সরকারি কর্মচারীরা জনগণের সেবক উল্লেখ করে তিনি বলেন, দাপ্তরিক কাজে কেউ যেন অন্যায়কে প্রশ্রয় না দেন এবং প্রতিটি কাজে দক্ষতা, আন্তরিকতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে।
মহাপরিচালকের উদ্দেশে তিনি দীর্ঘদিন একই দপ্তরে কর্মরতদের বদলির পরামর্শ দেন। তিন বছরের অধিক চাকরিকাল হলে বিধি অনুযায়ী বদলি, দক্ষ কর্মীদের যথাযথ কাজে ব্যবহার এবং কোনো কর্মচারীকে যেন এক জায়গায় ১০ বছর ধরে শিকড় গাড়তে না দেওয়া হয়—এ নির্দেশনাও প্রদান করেন।
এছাড়া তিনি কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, প্রশিক্ষণ, ড্রেস কোড মেনে চলা এবং প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করার পরামর্শ দেন।
মতবিনিময় সভায় নবনিযুক্ত মহাপরিচালক জিনাত আরা, পরিচালক নাইমা হোসেন, জাতীয় প্রকল্প পরিচালক মো. আব্দুল হাই আল মাহমুদসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
