পল্লবী থানার সামনে ৩ ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:০০, ১৯ নভেম্বর ২০২৫
মিরপুরের পল্লবী থানার সামনে বুধবার রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের পল্লবী থানার সামনে বুধবার রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ৮টা ২৫ মিনিটের দিকে হঠাৎ মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি থানার গেটের কাছে এসে দ্রুতগতিতে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
বিস্ফোরণে আহত হন পথচারী মঞ্জুরুল হক, থানার এসআই এবং আরও একজন ব্যক্তি। তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। আহত মঞ্জুরুল হক সমাজকালকে বলেন, “আমরা থানার সামনেই ছিলাম। হঠাৎ মোটরসাইকেলে করে দুজন এসে পরপর ককটেল ছুড়ে পালায়। বিস্ফোরণের পর আমার পায়ে লাগে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর। তিনি বলেন, “কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে। আশপাশে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।”
পুলিশ বলছে, এমন নাশকতামূলক ঘটনার পেছনে কারা রয়েছে তা জানতে তদন্ত চলছে। এ ঘটনার পর থানার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
