এবার মুম্বাইয়ে ২ অফিস স্পেস কিনলেন সাইফ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:৪২, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৩০, ১৯ নভেম্বর ২০২৫
বলিউড তারকা সাইফ আলি খান / ফাইল ছবি
বলিউডের অন্যতম ধনী তারকা সাইফ আলি খান আবারও বাড়ালেন তার রিয়েল এস্টেট সাম্রাজ্য। ব্যক্তিগত সম্পদ, অভিনয় ক্যারিয়ার ও পারিবারিক ঐতিহ্য মিলিয়ে দীর্ঘদিন ধরেই তিনি বলিউডের ‘রিয়েল এস্টেট কিং’ হিসেবে পরিচিত। এবার সেই তালিকায় নতুন সংযোজন—মুম্বাইয়ের পূর্ব আন্ধেরিতে দুটি মূল্যবান অফিস ইউনিট।
রিয়েল এস্টেট নিবন্ধন নথি অনুযায়ী, সাইফ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিকানাধীন দুটি অফিসই কিনেছেন ৩০.৭৫ কোটি রুপি খরচ করে। ৫ হাজার ৬৮১ বর্গফুটের এই অফিস স্পেসের সঙ্গে রয়েছে ছয়টি গাড়ি পার্কিংয়ের জায়গা—যা মুম্বাইয়ে রিয়েল এস্টেট দুনিয়ায় নিজেই বড় সম্পদ।
এর আগেও রিয়েল এস্টেট বিনিয়োগ করেছেন নবাব পরিবারের এই উত্তরসূরি। বান্দ্রার বিলাসবহুল এলাকায় তার একটি বহু আলোচিত ফ্ল্যাট রয়েছে, যেখানে একবার ছুরিকাহত হয়েছিলেন অভিনেতা। প্রায় ১০ বছর আগে কেনা সেই ফ্ল্যাটের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১০৩ কোটি রুপি। পাঁচ বেডরুম ছাড়াও রয়েছে দুটি অতিরিক্ত বড় ঘর—একটি সংগীতচর্চার, অন্যটি শরীরচর্চার জন্য। ছাদে বিশাল সুইমিং পুলও রয়েছে, যা সাইফের জীবনযাপনকে আরও রাজকীয় করে তোলে।
তবে সাইফ আলি খানের সম্পত্তির সবচেয়ে বড় রত্ন নিঃসন্দেহে ‘পতৌদী প্যালেস’। প্রায় ১০ একর জমির ওপর বিস্তৃত এই ঐতিহাসিক প্রাসাদের বাজারমূল্য আনুমানিক ৮০০ কোটি রুপি। দেড়শো ঘরের এই রাজকীয় বাড়িতে শুধু পারিবারিক স্মৃতিই নয়, বলিউডের অসংখ্য শুটিং হয়েছে—সন্দীপ রেড্ডি বঙ্গারের অ্যানিম্যাল থেকে শুরু করে সাইফের ওয়েব সিরিজ তাণ্ডব—সবই এখানে ধারণ করা হয়েছে।
এই সব হিসাব মিলিয়ে সাইফ আলি খানের সম্পত্তির আনুমানিক মূল্য ইতিমধ্যেই ১ হাজার ২০০ কোটি রুপিরও বেশি। আর তাতে নতুন করে যুক্ত হলো আন্ধেরির আরও দুটি আধুনিক অফিস স্পেস—যা বলিউডে তার বিনিয়োগ-সচেতন ভাবমূর্তিকে আরও শক্তিশালী করল।
