‘যোজনগন্ধা মায়া’ নাটকের উদ্বোধনী শো ২৭ নভেম্বর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:০১, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:২৭, ১৯ নভেম্বর ২০২৫
বটতলা নাট্যদলের নতুন প্রযোজনা ‘যোজনগন্ধা মায়া’। ছবি: সংগৃহীত
বটতলা নাট্যদলের নতুন প্রযোজনা ‘যোজনগন্ধা মায়া’ আগামী ২৭ নভেম্বর মঞ্চে আসছে। দলটির ২৫তম প্রযোজনা হিসেবে এই নাটক নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উদ্বোধনী প্রদর্শনী হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। পরদিন ২৮ নভেম্বর একই স্থানে বিকেল ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আরও দুটি শো হবে।
নাট্যকার বদরুজ্জামান আলমগীর বলেন, যুদ্ধ–সংকট–রাজনীতি—এই ত্রিভুজের মাঝখানে দাঁড়িয়ে প্রান্তিক মানুষের যন্ত্রণার গল্পই ‘যোজনগন্ধা মায়া’। তার ভাষায়, “যে কোনো লড়াইয়ের সময় রাজনীতিবিদ মানুষকে হাতিয়ার দেয়, ধনীরা জোগান দেয় খাবার, আর প্রান্তিক পরিবার তাদের সন্তান পাঠায় যুদ্ধে। যুদ্ধ শেষে নেতারা করমর্দন করেন, ধনীরা বাজারে দাম বাড়ায়, কিন্তু গরিবরা হারানো সন্তানের কবর খুঁজতে থাকে। সেই খোঁজার গল্পই ‘যোজনগন্ধা মায়া’।”

পরিচালক ইমরান খান মুন্না জানান, ২০২৩ সালের সেপ্টেম্বরে সামিনা লুৎফা নিত্রার মাধ্যমে তিনি প্রথম নাটকটির পাঠ পান। তারপর থেকেই মঞ্চায়নের পরিকল্পনা শুরু করেন। তার মতে, এই নাটক এক অদ্ভুত বেদনার রং বহন করে—যেখানে মা সন্তানের অপেক্ষায় থাকে, আর পুরো জনপদ অপেক্ষা করে মুক্তির আশায়।
নাটকের অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন—সামিনা লুৎফা নিত্রা, মোহাম্মদ আলী হায়দার, কাজী রোকসানা রুমা, গোলাম মাহবুব মাসুম, মনিরা খাতুন সৃষ্টি, মুন ইসলাম, নিরঞ্জন দাস, আশরাফুল ইসলাম অশ্রু, শাহাদত হোসেনসহ অনেকে।
সুর ও সংগীত পরিকল্পনায় আছেন পলাশ নাথ লোচন ও চন্দ্রাবতী ইভা; পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার এবং আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মন।
