নদীতে ধরা পড়া ইলিশ ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২১:৫৭, ১৯ নভেম্বর ২০২৫
প্রায় ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশ। ছবি: সংগৃহীত
বরগুনার তালতলীর পায়রা নদীতে ধরা পড়েছে প্রায় ২ কেজি ৪০০ গ্রাম ওজনের বিরল সৌন্দর্যের এক বিশালাকৃতির ইলিশ। চকচকে আঁশ, মোটা শরীর আর নিখুঁত গড়নের এই মাছটি দেখে প্রথম মুহূর্তেই বিস্ময় প্রকাশ করেন স্থানীয় জেলেরা। তাদের ভাষায়, মৌসুমের শেষ সময়ে এমন বড় ইলিশ ধরা পড়াকে সৌভাগ্যের চেয়ে কম কিছু নয়।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে তালতলীর নকরী এলাকার সাগর মোহনার কাছাকাছি অংশে জেলে আবুল হোসেনের জালে ওঠে ইলিশটি। নদী থেকে আনার পরই মৎস্য বন্দরে ক্রেতাদের মধ্যে শুরু হয় মূল্যপ্রস্তাবের প্রতিযোগিতা।
প্রাথমিকভাবে ‘মায়ের দোয়া মৎস্য ভাণ্ডার’-এ মাছটি ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। পরে তালতলী মাছ বাজারে খোলা নিলামে আরও আগ্রহ দেখা যায় ক্রেতাদের মধ্যে। তবে শেষ পর্যন্ত পাইকারি মৎস্য ব্যবসায়ী আল-আমীন নিলামে অংশ না নিয়ে আড়ত থেকেই ৯ হাজার ৫০০ টাকাতেই মাছটি কেনেন।
ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতিকালে আল-আমীন জানান, “মাছটির আকার, রূপ আর গঠন—সবই আলাদা মানের। এমন বড় ও শক্ত ইলিশ সাধারণত বাজারে পাওয়া যায় না। তাই ঢাকায় ১২ হাজার টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে।”
স্থানীয় জেলেরা জানান, মৌসুমের একেবারে শেষদিকে বড় আকারের ইলিশ কখনও কখনও জালে ধরা পড়লেও প্রায় আড়াই কেজির ইলিশ এই এলাকায় সত্যিই বিরল। মাছটি দেখতে ভিড় করেছিলেন বাজারের বহু ক্রেতা ও কৌতূহলী মানুষ।
