বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৫ অগ্রাহায়ণ ১৪৩২

আসামি লিমনের ভিডিও ভাইরাল, যে ব্যাখ্যা দিলেন আরএমপি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২০:৪৪, ১৯ নভেম্বর ২০২৫

আসামি লিমনের ভিডিও ভাইরাল, যে ব্যাখ্যা দিলেন আরএমপি

লিমন মিয়া। ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে হত্যাকাণ্ড ও তার স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার লিমন মিয়া (৩৪) পুলিশি হেফাজতে থাকা অবস্থায় কীভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন—এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। 

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫–এ হাজির হয়ে এই ব্যাখ্যা দেন।

সাধারণ একটি প্রাইভেট কারে সাদাপোশাকে করে আদালতে যান পুলিশ কমিশনার। আদালতের কাঠগড়ায় তিনি প্রায় ১৫ মিনিট অবস্থান করেন। এ সময় তার আইনজীবী জমসেদ আলী আদালতে ঘটনার ব্যাখ্যা সম্বলিত একটি লিখিত বক্তব্য জমা দেন এবং কমিশনারের বিরুদ্ধে দায়ের করা বিবিধ মামলাটি থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান আবেদনটি গ্রহণ করে আদেশের জন্য রাখেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার পরবর্তী শুনানির তারিখ ১ ডিসেম্বর। সেদিন পুলিশ কমিশনারের আবেদের বিষয়ে আদালত আদেশ দিতে পারেন।

আইনজীবী আরও জানান, কমিশনার তার ব্যাখ্যায় উল্লেখ করেছেন—লিমন মিয়াকে হাসপাতালে নেওয়ার পর সেখানে ভিড়ের সুযোগে তিনি ক্যামেরার সামনে কথা বলেন। ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অবহেলার কারণে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও আদালতকে জানিয়েছেন আরএমপি কমিশনার।

উল্লেখ্য, ১৩ নভেম্বর রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে (১৭) হত্যা করা হয় এবং স্ত্রী তাসমিন নাহার লুসিকে (৪৪) গুরুতর জখম করা হয়। ঘটনার পর গ্রেপ্তার লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে রাখা হলে তিনি সেখানে গণমাধ্যমের সামনে ‘ভিকটিম ব্লেমিং’–ধরনের বক্তব্য দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আদালত বিষয়টি নজরে নেয় এবং ১৫ নভেম্বর পুলিশ কমিশনারকে ব্যাখ্যা প্রদানের জন্য তলব করে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ
জে-লো–বেন অ্যাফ্লেককে নিয়ে ‘বেনিফার ৩.০’
১২০০ কোটি টাকার সাম্রাজ্যের পর ২ নতুন বাড়ি কিনলেন সাইফ
গণভোট আয়োজনের আগে প্রয়োজন আইন: সিইসি
শূকরের পর এবার সাংবাদিকদের বিপজ্জনক বললেন ট্রাম্প
ভারত সফরে ট্রাম্প জুনিয়র আসছেন
শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো ইইউ
দিল্লি বিস্ফোরণকে ঘিরে কাশ্মীরিদের প্রতি অবিশ্বাস
ম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক
নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার নেতানিয়াহু: মামদানি
অ্যাভেঞ্জার্স দলে স্যাডি সিঙ্ক!
গাজীপুরে আগুন, পুড়লো কলোনির ৮০ কক্ষ
পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক
নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’উদ্বোধনী শো ২৭ নভেম্বর
রোজ গার্ডেন কেনায় ‘৩৩২ কোটি টাকা ক্ষতি: অভিযোগ অনুসন্ধানে দুদক
অবৈধভাবে ও অবৈধ ফোন আনা বন্ধ করা হবে: ফয়েজ তৈয়বের কঠোর বার্তা
জোবাইরুল আরিফের নেতৃত্বে চান্দগাঁও-বোয়ালখালীতে পথযাত্রা
একমঞ্চে মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী, দেখালেন রিভিউ চিহ্ন
বিয়ে গোপন করায় তরুণী ও কাজীর কারাদণ্ড
ইন্ডাস্ট্রিতে আমার কমফোর্ট জোন আবীর— জয়ার অকপট স্বীকারোক্তি