মোহনগঞ্জে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২০:১৬, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৪৭, ১৯ নভেম্বর ২০২৫
মোহনগঞ্জে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই। ছবি: মানচিত্র
নেত্রকোনার মোহনগঞ্জে ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক সোহাগ মিয়া (৪০) কে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তারা মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত সোহাগ মিয়া খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের বাসিন্দা, মতিউর রহমানের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, তিনি মোহনগঞ্জের আর্দশনগর এলাকায় নিয়মিত ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে আর্দশনগর বাজার থেকে দুই যাত্রীকে নিয়ে মদন উপজেলার উদ্দেশে রওনা হওয়া সোহাগকে পথিমধ্যে আটপাড়া উপজেলার বাউসা এলাকায় থামানো হয়। সেখানেই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে মোটরসাইকেলটি ছিনতাই করে পালিয়ে যায়।
পরে বাউসা এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন,“ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সোহাগ মিয়াকে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ আটপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
এদিকে সোহাগের মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
